ডি-৮ সম্মেলনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর তুরস্ক সফর
https://parstoday.ir/bn/news/iran-i65506-ডি_৮_সম্মেলনে_যোগ_দিতে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_তুরস্ক_সফর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ আজ একটি প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফরে গেছেন। ডি-৮ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতেই তাঁর এই তুরস্ক সফর।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০২, ২০১৮ ১৫:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ আজ একটি প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফরে গেছেন। ডি-৮ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতেই তাঁর এই তুরস্ক সফর।

উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ডি-৮ সংস্থা। এই সংস্থার সদস্য দেশগুলো হলো ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর এবং নাইজেরিয়া।

ভূমধ্যসাগরীয় রিসোর্ট সিটি আনাতোলিয়ায় ১ নভেম্বর থেকে চলমান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠক আগামিকাল পর্যন্ত চলবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুচুগ্লু ১৮তম ডি-৮ সম্মেলনে সভাপতিত্ব করছেন।

অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে এই সংস্থাটির কার্যক্রম শুরু হয়।

পার্সটুডে/নাসির মাহমুদ/২