কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i67376-কুর্দি_জনগোষ্ঠীর_সঙ্গে_ইরানের_সম্পর্ক_কেউ_নষ্ট_করতে_পারবে_না_জারিফ
ইরাক ও সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, হাজার হাজার বছর ধরে কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে ইরানের জনগণ পাশাপাশি বসবাস করে এসেছে এবং ভবিষ্যতেও বসবাস করবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৯ ০৯:৩৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরাক ও সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, হাজার হাজার বছর ধরে কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে ইরানের জনগণ পাশাপাশি বসবাস করে এসেছে এবং ভবিষ্যতেও বসবাস করবে।

ইরাক সফররত জারিফ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির ইরবিল প্রদেশে সাংবাদিকদের বলেন, বাগদাদের পাশাপাশি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সব সময় ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সুসম্পর্ক বজায় ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার দেশের মন্ত্রিসভার এক বৈঠকে দাবি করেন, ইরাক ও সিরিয়ার কুর্দিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে তেহরান এবং সিরিয়ার কুর্দিরা ইরানের কাছে তেল বিক্রি করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরবিলে দেয়া বক্তব্যে ইরাকের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার প্রতি তেহরানের পূর্ণ সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, বাগদাদ ও তেহরানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক বহির্বিশ্বের কেউ নস্যাত করতে পারবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫