ইরানে হামলা চালালে পঙ্গু হয়ে যাবে আমেরিকা: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i67827-ইরানে_হামলা_চালালে_পঙ্গু_হয়ে_যাবে_আমেরিকা_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরানে হামলা চালালে আমেরিকা পঙ্গু হয়ে যাবে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৯:১৭ Asia/Dhaka
  • আলী লারিজানি
    আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরানে হামলা চালালে আমেরিকা পঙ্গু হয়ে যাবে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ইরানে হামলার আশঙ্কা রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ঠিক যে মার্কিন শাসকরা বিবেকহীনদের মতো কাজ করেন। তবে তাদের এটুকু জ্ঞানতো আছে যে, মাইনের ওপর পা দেওয়া যাবে না কারণ এতে ঝুঁকি আছে। পঙ্গু হয়ে আজীবন হুইলচেয়ারে বসে কাটাতে হতে পারে। 

লারিজানি আরও বলেন, আমার মনে হয় না আমেরিকা ইরানে হামলার দুঃসাহস দেখাবে। কারণ তারা এটা ভালো করেই জানে যে, ইরান একটি শক্ত প্রতিপক্ষ। আমেরিকা শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামে না। কারণ ইরানতো কখনোই তাকে ছেড়ে দেবে না।

ইরানের সংসদ স্পিকার বলেন, আমেরিকা কোনো কোনো আরব দেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যেসব কথা বলছে তা সেখানকার তরুণ সমাজকে খুব কষ্ট দিচ্ছে। যেমন আমেরিকা একটি আরব দেশ থেকে শত-সহস্র কোটি ডলার হাতিয়ে নেয়ার পর বলছে, তারা সমর্থন তুলে নিলে সেখানকার শাসকরা দুই সপ্তাহও টিকতে পারবে না। এটা মারাত্মক অপমান। এগুলো তরুণ সমাজ বুঝতে পারে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩