বিশ্বে নতুন ইসলামি শক্তি জেগে উঠছে: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/iran-i67852-বিশ্বে_নতুন_ইসলামি_শক্তি_জেগে_উঠছে_সর্বোচ্চ_নেতার_উপদেষ্টা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল রাহিম সাফাভি বলেছেন, এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিরাট এলাকা নিয়ে নতুন ইসলামি শক্তি গড়ে উঠছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ২০:০৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল রাহিম সাফাভি
    মেজর জেনারেল রাহিম সাফাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল রাহিম সাফাভি বলেছেন, এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিরাট এলাকা নিয়ে নতুন ইসলামি শক্তি গড়ে উঠছে।

তিনি আজ (সোমবার) রাজধানী তেহরানে একটি ইসলামি সম্মেলনে দেয়া বক্তৃতায় বলেন, “আমরা বিশ্বাস করি আধুনিক ইসলামি সংস্কৃতি ও সভ্যতার ওপর ভিত্তি করে ‘ইসলামি বিশ্ব শক্তি’ হিসেবে নতুন শক্তির মেরু গড়ে উঠছে।”

জেনারেল রহিম সাফাভি বলেন, বর্তমানে এই শক্তির হাতে জ্বালানি তেলের শতকরা ৭৫ ভাগ ও গ্যাসের শতকরা ৫৭ ভাগ মজুদ রয়েছে। এই বিরাট এলাকায় বিশ্বের ১৬০ কোটি মুসলমানের বসবাস রয়েছে। বিশাল এই জনগোষ্ঠীর বসবাস রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত এবং মধ্য আফ্রিকা থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা পর্যন্ত। এইসব মুসলিম এক আল্লাহ, নবী, কুরআন ও এক ক্বিবলায় বিশ্বাস করে।  সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, উদীয়মান এই ইসলামি শক্তি খাঁটি ইসলাম দ্বারা পরিচালিত হবে যা ইরানের সফল ইসলামি বিপ্লব থেকে উদগত। তিনি আরো বলেন, একবিংশ শতাব্দিতে মার্কিন সাম্রাজ্যবাদ ব্যর্থ হয়েছে এবং তারা আর কখনো একক পরাশক্তি হতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/৪