ইরান সফরে ভেনিজুয়েলার মন্ত্রী: তেহরানের পূর্ণ সমর্থন ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i68367-ইরান_সফরে_ভেনিজুয়েলার_মন্ত্রী_তেহরানের_পূর্ণ_সমর্থন_ঘোষণা
ইরান সফররত ভেনিজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রী রুবেন দারিয়ো মোলিনার সঙ্গে সাক্ষাতে কারাকাস সরকারের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপেরও নিন্দা জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ০৯:৫১ Asia/Dhaka
  • রোববার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ভেনিজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রী
    রোববার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ভেনিজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রী

ইরান সফররত ভেনিজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রী রুবেন দারিয়ো মোলিনার সঙ্গে সাক্ষাতে কারাকাস সরকারের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপেরও নিন্দা জানিয়েছেন।

মোলিনার সঙ্গে সাক্ষাতে জারিফ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ভেনিজুয়েলার সরকার ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। তিনি আরো বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য বিরোধীদলের প্রতি আলোচনার যে প্রস্তাব দিয়েছেন তার প্রতিও তেহরানের সমর্থন রয়েছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

সাক্ষাতে ভেনিজুয়েলার উপ পররাষ্ট্রমন্ত্রী তার দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রচেষ্টা চালানোর জন্য ইরানের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকাসহ ল্যাতিন আমেরিকার কিছু দেশ ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যে চেষ্টা করছে তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার পরিপন্থি এবং তা ব্যর্থ হতে বাধ্য।

সম্প্রতি ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। তার এ ঘোষণাকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয় আমেরিকাসহ বিশ্বের আরো কিছু দেশ। তবে ইরান, রাশিয়া ও চীনসহ বিশ্বের বহু দেশ ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন ব্যক্ত করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫