গোলান নিয়ে ট্রাম্পের পদক্ষেপ মুসলমান ও আরবদের জন্য হুশিয়ারি: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i69216-গোলান_নিয়ে_ট্রাম্পের_পদক্ষেপ_মুসলমান_ও_আরবদের_জন্য_হুশিয়ারি_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আরবদের উদ্দেশে বলেছেন, যতই আনুগত্য আর সেবা করা হোক না কেন, ইসরাইল এবং আমেরিকা আরব ভূমি দখল করেই যাবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১৬:০২ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আরবদের উদ্দেশে বলেছেন, যতই আনুগত্য আর সেবা করা হোক না কেন, ইসরাইল এবং আমেরিকা আরব ভূমি দখল করেই যাবে।

সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ড. জারিফ এ কথা বলেন।

বার্তা সংস্থা ইরনা ড. জারিফের গতরাতের এক টুইট বার্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ট্রাম্প গত বছর কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার এক বছর পর এখন গোলান মালভূমি নিয়েও সিদ্ধান্ত দিয়েছেন। এটা মুসলমান এবং আরবদের জন্য একটা হুশিয়ারি বলে তিনি মন্তব্য করেন।

ড. জারিফ তাঁর টুইট বার্তার শেষে হ্যাশ-ট্যাগে লিখেছেন: আসুন ঐক্যবদ্ধ হই।

গত সোমবার ট্রাম্প সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরাইলের অধিকার বিষয়ক এক আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে ওয়াশিংটন গোলান মালভূমিকে ইসরাইলের বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এটা নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সকল রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপস্থিতিতে ঐ আদেশনামায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

১৯৬৭ সালে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির বারো শ বর্গকিলোমিটারের মতো জায়গা দখল করে নিয়েছিলো। পরবর্তীকালে ইসরাইল ওই এলাকাকে নিজেদের বলে দাবী করলেও বিশ্ব সমাজ তেলাবিবের দাবি মেনে নেয় নি।

ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার বিরুদ্ধেও গোটা বিশ্ব ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৯