ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: আরব দেশগুলোকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i69240-ট্রাম্পের_বিরুদ্ধে_ঐক্যবদ্ধ_হোন_আরব_দেশগুলোকে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় আরবদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, যতই আনুগত্য আর সেবা করা হোক না কেন, ইসরাইল এবং আমেরিকা আরব ভূমি দখল করা অব্যাহত রাখবে। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ৩০, ২০১৯ ১৮:০৫ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় আরবদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, যতই আনুগত্য আর সেবা করা হোক না কেন, ইসরাইল এবং আমেরিকা আরব ভূমি দখল করা অব্যাহত রাখবে। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় আরো লিখেছেন, ট্রাম্প গত বছর কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার এক বছর পর এখন গোলান মালভূমি দখলদার ইসরাইলের অংশ বলে যে ঘোষণা দিয়েছেন তা মুসলমান এবং আরবদের জন্য একটা হুঁশিয়ারি সংকেত। বার্তায় তিনি আরবদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৫ মার্চ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে একটি নির্দেশনায় সই করেন। এতে সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দেয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের একতরফা এ পদক্ষেপ সারা বিশ্বে তীব্র নিন্দা ও সমালোচনার সম্মুখীন হয়েছে। এমনকি নিরাপত্তা পরিষদের বৈঠকেও আমেরিকা কোণঠাসা হয়ে পড়েছে। নিরাপত্তা পরিষদের সদস্য ১৪টি দেশ ট্রাম্পের এ ঘোষণার বিরোধিতা করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ২৪২ ও ৪৯৭ নম্বর প্রস্তাব অনুযায়ী গোলান মালভূমি আরবের ভূখণ্ড এবং এটি সিরিয়ার অংশ। ৪৯৭ নম্বর প্রস্তাব ১৯৮১ সালে নিরাপত্তা পরিষদে আমেরিকাসহ অন্য সব সদস্য দেশের সমর্থনে গৃহীত হয়েছিল।

পর্যবেক্ষকরা বলছেন, আরব দেশগুলো আমেরিকার অন্ধ আনুগত্য করায় এবং সব কিছু তার কাছে সপে দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোলান মালভূমির ওপর ইসরাইলের দখলদারিত্বকে মেনে নেয়ার ঘোষণা দেয়ার সাহস পেয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ২০১৭ সালের ডিসেম্বর বায়তুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন। এবারও 'শতাব্দির সেরা চুক্তি' নামক বিতর্কিত পরিকল্পনার আওতায় মার্কিন প্রেসিডেন্ট গোলান মালভূমি ইসরাইলের অংশ বলে দাবি করলেন।

 সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ অন্য আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইসরাইলের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে 'শতাব্দির সেরা চুক্তি' নামক পরিকল্পনা নেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ বলেছেন, কয়েক দশক ধরে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখা ছিল আরব দেশগুলোর জন্য মারাত্মক ভুল সিদ্ধান্ত।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও সরাসরি দখলদার ইসরাইলের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং সর্বশেষ গোলান মালভূমি ইসরাইলের অংশ বলে ঘোষণা দিয়ে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট এভাবে আরবদের অধিকারকে পদদলিত করে চলেছেন। তিনি ২০১৭ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত যত পদক্ষেপ নিয়েছেন তা ছিল আরব ও মুসলমানদের বিরুদ্ধে। বায়তুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর ট্রাম্প আরো বেশি বেপরোয়া হয়ে পড়েছেন এবং শেষ পর্যন্ত সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের বলে স্বীকৃতি দিয়েছেন।

ট্রাম্পের এ পদক্ষেপ কোনো আরব দেশের জন্যই সুখকর হবে না। আরব দেশগুলোকে দুর্বল করা এবং ইসরাইলের নিরাপত্তাকে শক্তিশালী করাই আমেরিকার প্রধান উদ্দেশ্য। এ অবস্থায় নিজেদের অধিকার রক্ষা এবং ইসরাইল ও মার্কিন দখলদারিত্ব থেকে মুক্তির জন্য আরব ও অন্যান্য মুসলমানদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩০