ইরানের সংসদ স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হলেন ড. লারিজানি
মে ২৬, ২০১৯ ১৩:১২ Asia/Dhaka
-
লারিজানি
ইরানের সংসদ ‘মজলিসে শুরায়ে ইসলামি’র স্পিকার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ড. আলী লারিজানি। আজ (রোববার) স্পিকার পদের জন্য ভোটাভুটিতে লারিজানি’র পক্ষে ১৫৫টি ভোট পড়েছে।
তার মূল প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ রেজা আরেফ পান ১০৫ ভোট। অপর প্রার্থী মোহাম্মাদ জাওয়াদ আবতাহি পেয়েছেন নয় ভোট।
ইরানের সংসদে মোট সদস্য হচ্ছে ২৯০ জন। এর মধ্যে আজকের অধিবেশনে ২৭৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
এ নিয়ে ১২তম বছরের জন্য লারিজানি সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত হলেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদে প্রতি বছর স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হয়ে থাকে। এর আগে ড. আলী লারিজানি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান এবং সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬
ট্যাগ