প্রেসিডেন্ট মোরালেসের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i72214-প্রেসিডেন্ট_মোরালেসের_সঙ্গে_সাক্ষাৎ_করলেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ল্যাতিন আমেরিকা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার উপায় ছাড়াও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে আলোচনা ও মত বিনিময় করেছেন তারা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৪, ২০১৯ ০৬:১৬ Asia/Dhaka
  • ইভো মোরালেসের (বামে) সঙ্গে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাৎ
    ইভো মোরালেসের (বামে) সঙ্গে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাৎ

ল্যাতিন আমেরিকা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার উপায় ছাড়াও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে আলোচনা ও মত বিনিময় করেছেন তারা।

বলিভিয়ার রাজধানী লাপাজে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী নেতা ইভো মোরালেস। বলিভিয়ার প্রেসিডেন্ট দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কেও সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট মোরালেসকে অবহিত করেন।

ভেনিজুয়েলা সফরে প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেন জারিফ

এর আগে মঙ্গলবার সকালে নিকারাগুয়া সফর শেষে লাপাজে পৌঁছালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বলিভিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কারমেন আলমেন্দ্রাস। জারিফ এ সফরে বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিয়েগো প্যারির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

বলিভিয়া সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিকারাগুয়ার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারও আগে মোহাম্মাদ জাওয়াদ জারিফ ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান শেষে ভেনিজুয়েলা সফরে গিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২৪