ফুলের মেলা, পাখির ভিড়ে মুখরিত ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান
ইরান চার ঋতুর দেশ এবং এখানে প্রতি ঋতুকে আলাদাভাবে উপলব্ধি করা যায়। বৃক্ষ বা উদ্ভিদদের তাকালেই কোন ঋতু চলছে তা স্পষ্ট হয়ে ওঠে। হেমন্তে গাছের পাতায় রং লাগে, এক সময় পাতারা বিদায় নেয়। এ ফাঁকে হেমন্তের ফুল এবং পাখিরও দেখা মেলে। হেমন্ত দিনের এ সব ছবি তোলা হয়েছে ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে।

ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন রয়েছে তেহরানের পশ্চিমাঞ্চলে। ফার্সিতে এটি ‘বাগে গিয়াহি শেনাসি মিল্লিয়ে ইরান’ নামে পরিচিত। ১৮৫ হেক্টর স্থান নিয়ে জুড়ে গড়ে উঠেছে এ উদ্যান। এখানে কৃত্রিম হ্রদ, জলাশয়, জলপ্রপাত রয়েছে এবং কীট-পতঙ্গের যাদুঘর। নগরের যন্ত্র-জীবনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এ উদ্যানে মানুষ ভিড় করে।

ইরানের নানা অঞ্চলের উদ্ভিদ দিয়ে সাজানো হয়েছে উদ্যানকে। একই সাথে ইউরোপ, আমেরিকা, চীন ও জাপান, আফ্রিকা এবং হিমালয় অঞ্চলের উদ্ভিদ রয়েছে। উদ্যানে প্রায় চার হাজার প্রজাতির এক লাখ ৬০ হাজার উদ্ভিদ রয়েছে। রয়েছে ঋতু ভেদে নানা পুষ্পের সমাহার। এ ছাড়া, ম্যাকপাই, গাঙচিল, শালিক, কবুতরসহ নানা পাখির দেখা মেলে।#
পার্সটুডে/মূসা রেজা/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।