‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বাস্তবায়ন ঠেকিয়ে দেয়ার চেষ্টা করবে ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i77204-ডিল_অব_দ্যা_সেঞ্চুরি’র_বাস্তবায়ন_ঠেকিয়ে_দেয়ার_চেষ্টা_করবে_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস নগরীকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তার দেশের সমর্থনের কথা ঘোষণা করেছেন। গতরাতে (মঙ্গলবার রাতে) ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জারিফ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ০৭:১৬ Asia/Dhaka
  • ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বাস্তবায়ন ঠেকিয়ে দেয়ার চেষ্টা করবে ইরান: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস নগরীকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তার দেশের সমর্থনের কথা ঘোষণা করেছেন। গতরাতে (মঙ্গলবার রাতে) ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জারিফ।

তিনি আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনার বাস্তবায়ন ঠেকিয়ে দেয়ার চেষ্টা করবে ইরান। একইসঙ্গে ফিলিস্তিনি সংগ্রামী দলগুলোর মধ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টার প্রতিও ইরানের সমর্থন অব্যাহত রাখার কথা জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

টেলিফোনালাপে মাহমুদ আব্বাস ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র বিরুদ্ধে তার প্রশাসন যে কঠোর অবস্থান নিয়েছে সে সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, এই একপেশে পরিকল্পনাকে এখানেই থামিয়ে দেয়ার লক্ষ্যে তিনি আন্তর্জাতিক অঙ্গনে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে হোয়াইট হাউজে ডিল অব দ্যা সেঞ্চুরি ঘোষণা করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের নাম করে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ  করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া, জর্দান নদীর পশ্চিম তীরের শতকরা ৭০ ভাগ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।