ইরানের সংসদ নির্বাচন: আগামীকাল থেকে প্রচার শুরু, প্রার্থী ৭ হাজার
(last modified Wed, 12 Feb 2020 12:55:46 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইরানের সংসদ নির্বাচন: আগামীকাল থেকে প্রচার শুরু, প্রার্থী ৭ হাজার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণার সময়সীমা ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিচালনা বিষয়ক হেডকোয়ার্টার্স আজ (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচনি প্রচার শুরু হয়ে তা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থীরা এ সময়ের মধ্যে তাদের কর্মসূচিসহ নানা পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সব ধরণের প্রচার চালাতে পারবে। 

আগামী ২১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। ২৯০ টি আসনের জন্য সাত হাজারের বেশি প্রার্থী এবারের নির্বাচনে অংশ নেবেন। একই দিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।  

প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্টিত হয়। যেকোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি ভোটার হিসেবে গণ্য হন।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।