তেহরান বন্ধ করে দেয়ার গুজব নাকচ করলেন প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i78307-তেহরান_বন্ধ_করে_দেয়ার_গুজব_নাকচ_করলেন_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরান এবং আরো কয়েকটি শহর সামগ্রিকভাবে বন্ধ করে দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৫, ২০২০ ১৮:৫৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানি
    প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরান এবং আরো কয়েকটি শহর সামগ্রিকভাবে বন্ধ করে দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

সরকারের অর্থনৈতিক ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে আজ (রোববার) এক বৈঠক শেষে প্রেসিডেন্ট রুহানি বলেন, কোনো শহরকে কোয়ারেন্টিন করা হবে না বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত বাণিজ্য অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলছে। আজকের বৈঠকে ইরানের বেসরকারি খাতের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, “তেহরানসহ বিভিন্ন শহর কোয়ারেন্টিন করে ফেলার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে যে, তেহরান এবং আরো কয়েকটি শহর বন্ধ ঘোষণা করা হবে। এগুলো আসলে সত্য নয়।”

ইরানে করোনা-বিরোধী তৎপরতা

তিনি বলেন, “তেহরান কিংবা অন্য কোন শহরকে কোয়ারেন্টিন করা হবে না; সেটি নববর্ষের আগেও না, পরেও না।” আগামী ২০ মার্চ থেকে ইরানি নববর্ষের ছুটি শুরু হচ্ছে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানি জনগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন। তারা যেভাবে পছন্দ করবেন সেই ভাবেই কাজ করবেন। তবে সরকার তার স্বাভাবিক সেবা চালু রাখবে। তিনি বলেন, জনগণের সেবা এবং অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে তার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৫