ইরানে করোনায় আক্রান্ত ২৭ সহস্রাধিক মানুষের আরোগ্য লাভ
https://parstoday.ir/bn/news/iran-i78888-ইরানে_করোনায়_আক্রান্ত_২৭_সহস্রাধিক_মানুষের_আরোগ্য_লাভ
ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানান।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ০৭, ২০২০ ১৮:৩২ Asia/Dhaka
  • কিয়ানুশ জাহানপুর
    কিয়ানুশ জাহানপুর

ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানান।

তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, তার দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৩৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা ইরানের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেন: গত ২৪ ঘণ্টায় ইরানে ২ হাজার ৮৯ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ইরানে এ পর্যন্ত ৬২ হাজার ৫৮৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তবে দু:খজনক গত ২৪ ঘণ্টায় আরও ১৩৩ জন মৃত্যুবরণ করেছে।  সব মিলিয়ে ইরানে এই রোগে মৃতের সংখ্যা তিন হাজার ৮৭২ জনে পৌঁছেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্রুতগতিতে তা পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং এ পর্যন্ত দেশটির শতকরা ৯০ ভাগ মানুষের ওপর স্ক্রিনিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।