করোনাভাইরাস পরিস্থিতি: ইরানে আজ পর্যন্ত সুস্থ ৭৬ হাজার ৩১৮
-
কিয়ানুশ জাহানপুর
ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৭৬ হাজার ৩১৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর ইরানে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দেওয়া সংবাদ সম্মেলনে আজ এ তথ্য জানিয়েছেন।
জাহানপুর বলেন, ইরানে এ পর্যন্ত প্রায় ৯৫ হাজার ৬৪৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দুঃখজনকভাবে গত ২৪ ঘন্টায় ৬৩ জন মারা গেছে উল্লেখ করে জাহানপুর বলেন, ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ হাজার ৯১ জনে পৌঁছেছে।
২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই এই রোগ সমগ্রবিশ্বে ছড়িয়ে পড়ে।
বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩৩ লাখ ২৩ হাজার ৯৩৫ জন মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে যাদের মধ্যে ২ লাখ ৩৪ হাজার ৪৭১ জন মারা গেছে। এছাড়া, প্রায় ১০ লাখ ৫১ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে ওয়ার্ল্ডোমিটার সূত্রে আজ (শুক্রবার) জানা গেছে।
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।