মার্কিন কারাগারে আটক ইরানি নাগরিকরা ভালো নেই: আলী রাবিয়ি
-
ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
ইরান সরকারের মুখপাত্র বলেছেন, মার্কিন কারাগারে আটক ইরানি নাগরিকরা ভালো নেই। তিনি বলেন, সব ইরানি নাগরিকদের জীবন এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মার্কিন সরকারকে দায়িত্ব নিতে হবে।
ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি আজ রোববার সাংবাদিকদের বলেন, তেহরানের কাছে তথ্য রয়েছে যে আমেরিকার কারাগারে আটক ইরানি নাগরিকদের প্রতি মোটেও যথাযথ যত্ন নেয়া হচ্ছে না।

মুখপাত্র রাবিয়ি ইরান এবং আমেরিকার মধ্যে সম্ভাব্য বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পর্কে বলেন, তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে ইরান এবং মার্কিন বন্দিদের বিনিময় করার ব্যাপারে ইরান সরকার সব সময় প্রস্তুত আছে। তিনি আরো বলেন, কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই দুই দেশের মধ্যে স্বাধীনভাবে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করতে তার সরকারের আগ্রহ রয়েছে। কিন্তু মার্কিন সরকার এ বিষয়ে এখনো কোনো সাড়া দেয় নি।
এর আগে আমেরিকার কারাগারের ইরানি বিজ্ঞানী সিরুস আজকারির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ইরানের শরীফ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরুস আজকারির আইনজীবীরা জানিয়েছিলেন। ওই বিজ্ঞানী বিনাবিচারে মার্কেট কারাগারে আটক রয়েছেন।
পার্সটুডে/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।