করোনাভাইরাস: ইরানে সুস্থ হলেন ৯৭ হাজার, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬২
-
ডা. কিয়ানুশ জাহানপুর
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৯৭ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬২ জন মারা গেছেন। এছাড়া একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ১১১ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ইরানে এক লাখ ২৪ হাজার ৬০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ১৭৩ জন।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন সাত হাজার ১১৯।
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন। #
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।