আমেরিকায় দমন অভিযান: ইউরোপের নীরবতার নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80827-আমেরিকায়_দমন_অভিযান_ইউরোপের_নীরবতার_নিন্দা_জানাল_ইরান
আমেরিকার জনগণের ওপর দেশটির সরকারের পাশবিক দমন অভিযানের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর নীরবতার নিন্দা জানিয়েছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০২০ ০৬:১৫ Asia/Dhaka
  • বিক্ষোভকারীদের সঙ্গে মার্কিন পুলিশের আচরণ
    বিক্ষোভকারীদের সঙ্গে মার্কিন পুলিশের আচরণ

আমেরিকার জনগণের ওপর দেশটির সরকারের পাশবিক দমন অভিযানের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর নীরবতার নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন সরকার যখন নিজ দেশের জনগণের নিঃশ্বাস নেয়ার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ পাশবিক কায়দায় দমন করছে তখন ইউরোপের কথিত মানবাধিকার রক্ষকারী দেশগুলোর নীরবতা আরেকবার মানবাধিকারের ব্যাপারে তাদের দ্বিমুখী নীতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

তিনি এক টুইটার বার্তায় মার্কিন নাগরিকদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের নৃশংসতা বর্ণনা করে বলেন, দেশের ভেতরে ও বাইরে মার্কিন সরকারের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহী করার সময় এসে গেছে।

জর্জ ফ্লয়েডকে হত্যার পাশবিক দৃশ্য

২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড।প্রকাশ্যে শহরের রাস্তায় ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে ফ্লয়েডকে হত্যা করে ৪৪ বছর বয়সী পুলিশ অফিসার দেরেক।

এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমেরিকা জুড়ে বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। মার্কিন পুলিশ কঠোর হাতে এসব শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করে যাতে শত শত মানুষ হতাহত হয়।বিভিন্ন শহরে মার্কিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।মানবাধিকারের ধ্বজাধারী ইউরোপীয় দেশগুলো এ ধরনের সংঘর্ষের বিরুদ্ধে ব্যাপক গলবাজি করলেও আমেরিকার বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষ সম্পর্কে রহস্যজনক নীরবতা পালন করে।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।