ইরানের বিরুদ্ধে শত্রুরা আর কোনো যুদ্ধে জড়াবে না: আইআরজিসি প্রধান
(last modified Sun, 21 Jun 2020 12:21:53 GMT )
জুন ২১, ২০২০ ১৮:২১ Asia/Dhaka
  • মেজর জেনারেল সালামি
    মেজর জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, গত ৪০ বছরে ইরানের প্রতিরক্ষা শক্তি অনেক বেড়েছে, এ কারণে শত্রুরা ইরানের বিরুদ্ধে আর কোনো যুদ্ধ করবে না।

তিনি আজ (রোববার) রাজধানী তেহরানে এক বৈঠকে আরও বলেছেন, বিশ্বের অনেক মুসলিম ও অমুসলিম দেশে ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব পড়েছে। এ কারণে শত্রুরা এখন আগের চেয়ে বেশি বিপদ অনুভব করছে এবং ইরানি জাতির জন্য নানা সমস্যা তৈরির চেষ্টা করছে।

আইআরজিসি'র কমান্ডার বলেন, শত্রুরা কখনোই ইরানের বিরুদ্ধে শত্রুতা ও ষড়যন্ত্র বন্ধ করবে না, কারণ তারা ইসলামি ইরানকে বিশ্বব্যাপী সচেতনতা এবং উৎসাহ-উদ্দীপনার উৎস বলে মনে করে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই মার্কিন পতাকায় আগুন দেওয়ার ঘটনা জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে উৎসাহ ও উদ্দীপনার মডেল। বিশ্বব্যাপী আমেরিকার বিরুদ্ধে যে সংগ্রামের মনোভাব গড়ে উঠেছে এসবই তার প্রমাণ।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।