সবটুকু সামর্থ্য নিয়ে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে আইআরজিসি: সালামি
-
মঙ্গলবারের বৈঠকে জেনারেল সালামি ও স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনী নিজের সবটুকু সামর্থ্য নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত রয়েছে। তিনি মঙ্গলবার তেহরানে ইরানের স্বাস্থ্যমন্ত্রী ও উপ স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে একথা জানান।
জেনারেল সালামি বলেন, করোনা মোকাবিলার ময়দান সত্যিকার অর্থেই এক মহা পরীক্ষার স্থলে পরিণত হয়েছে যেখানে চিকিৎসা সেবায় নিয়োজিত সবাই মানবসেবা, সম্মান ও আত্মোৎসর্গের মতো উন্নত মানবীয় গুণাবলীর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ইরানের এই শীর্ষস্থানীয় সেনা কমান্ডার করোনা রোগীদের সেবায় নিরলস পরিশ্রমের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার বাহিনীও বর্তমানে করোনা রোগীদের সেবায় আত্মনিয়োগ করেছে। তিনি বলেন, সারাদেশে আইআরজিসি’র ইউনিটগুলো তাদের সামরিক হাসপাতালগুলোসহ অন্যান্য সামর্থ্য নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনগণের পাশে দাঁড়িয়েছে।

বৈঠকে আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি জানান, তার বাহিনী করোনা রোগীদের চিকিৎসা করার জন্য সারাদেশে বেশ কয়েকটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছে।
বৈঠকে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি তার দেশের ওপর আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, এই নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে ওষুধসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। ইরানে তৈরি করোনাভাইরাসের ভ্যাক্সিন পশুর দেহে প্রয়োগ করে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে জানিয়ে নামাকি বলেন, শিগগিরই এই ভ্যাক্সিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।