রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতা পঞ্চম পর্বের ফল প্রকাশ
রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার পঞ্চম পর্বে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ২৭০ জন (বাংলাদেশ ২৪৯, ভারত ২০, ইরান ১)। বাকি ৮০ জন ভুল (বাংলাদেশ ৭৩, ভারত ৭) উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ীসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজয়ীদের নামের তালিকা
আজাদ পাওয়ার বিশ্বাস, গ্রাম: ছাতুমারা, থানা: নওদা, জেলা: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
|
.২ |
Amran Hossain Software Engineering, Shahidullah Hall, Dhaka University, Bangladesh |
.১ |
তাছলিমা আক্তার মোহনা হাসাননগর, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ, বাংলাদেশ
|
.৪ |
শাওন হোসাইন গ্রামঃ খোশবাড়ী থানাঃ ও জেলাঃ রাজবাড়ী, বাংলাদেশ |
.৩ |
|
|
জহিন মুমতাহিনাহ ৬৪/১, ২, ৩, সতিশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা। |
.৫ |
অনলাইন কুইজ প্রতিযোগিতা-(পর্ব-৫)-এর উত্তরগুলো মিলিয়ে নিন।
প্রশ্ন-১. আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ইরানের প্রথম গাইডেড রকেটের নাম কী?
উত্তর: ফাদাক
প্রশ্ন-২. শহীদ-সম্রাট হযরত ইমাম হুসাইন (আ.)-এর) শাহাদাতের চেহলাম বার্ষিকী আরবী কোন মাসের কত তারিখে পালিত হয়?
উত্তর: ২০ সফর
প্রশ্ন- ৩. ১৯৮২ সালের ২২ মার্চ ইরানি যোদ্ধারা ইরাকের বিরুদ্ধে চারটি ধাপে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটির নাম কী?
উত্তর: 'ফাতহুল মোবিন'
পার্সটুডে/আশরাফুর রহমান/১