প্রয়োজনে মার্কিন পারমাণবিক সাবমেরিন শিকার করা হবে: ইরানের ডেপুটি স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i85563-প্রয়োজনে_মার্কিন_পারমাণবিক_সাবমেরিন_শিকার_করা_হবে_ইরানের_ডেপুটি_স্পিকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেছেন, আমেরিকার পরমাণু শক্তি চালিত সাবমেরিন শিকারের সক্ষমতা ইরানের রয়েছে। পারস্য উপসাগরে মার্কিন পারমাণবিক সাবমেরিন ইউএসএস জর্জিয়ার অবস্থানের খবরের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২০ ১৫:৫৩ Asia/Dhaka
  • সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদেহ হাশেমি
    সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদেহ হাশেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেছেন, আমেরিকার পরমাণু শক্তি চালিত সাবমেরিন শিকারের সক্ষমতা ইরানের রয়েছে। পারস্য উপসাগরে মার্কিন পারমাণবিক সাবমেরিন ইউএসএস জর্জিয়ার অবস্থানের খবরের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নিউজ চ্যানেল 'রাশা টুডে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, মার্কিন সাবমেরিনকে ঘায়েল করার সক্ষমতা ইরানের রয়েছে, এ কারণে পারস্য উপসাগরে আমেরিকার সাম্প্রতিক সামরিক তৎপরতার বিষয়ে তেহরান উদ্বিগ্ন নয়।

পারস্য উপসাগরে বিদেশি শক্তির উপস্থিতি প্রসঙ্গে ইরানের ডেপুটি স্পিকার বলেন, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নতুন কিছু নয়।

তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। যেখানেই এই দুই দেশের উপস্থিতি রয়েছে সেখানেই দখলদার ইসরাইলের প্রভাব রয়েছে। এসব ঘাঁটি নামে আমেরিকা ও ব্রিটেনের হলেও কার্যত এগুলোর নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে। তবে ইরান কখনোই ইসরাইলকে রাষ্ট্র বা সরকার হিসেবে স্বীকৃতি দেয় না।

তিনি বলেন, যখন ইরানের হাতে প্রতিরক্ষা প্রযুক্তি ও অস্ত্র ছিল না তখনি আমেরিকা ও ইসরাইল কিছু করতে পারেনি, আর এখনতো ইরানের কাছে সব কিছুই আছে।

সাইয়্যেদ আমির হোসেন কাজিযাদেহ হাশেমি বলেন, এর আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ড্রোন ধ্বংস করে দিয়েছি, এখন প্রয়োজনে পারস্য উপসাগরের তলদেশে মার্কিন সাবমেরিনও শিকার করতে পারব।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।