এপ্রিলে পরমাণু ক্ষেত্রে ৫০টি সাফল্য তুলে ধরবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i87106-এপ্রিলে_পরমাণু_ক্ষেত্রে_৫০টি_সাফল্য_তুলে_ধরবে_ইরান
আগামী ৯ এপ্রিল ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু শিল্পের ৫০টি সাফল্য  উন্মোচন করবে।  ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন। ৯ এপ্রিল ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালন করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৮:০০ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

আগামী ৯ এপ্রিল ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু শিল্পের ৫০টি সাফল্য  উন্মোচন করবে।  ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন। ৯ এপ্রিল ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালন করা হয়।

ইরানের পরমাণু শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের অবকাশে আলী আকবর সালেহি এসব কথা বলেন। এইওআই’র বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, ১২ ঘণ্টার নোটিশে নতুন করে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে এজন্য পরমাণু বিশেষজ্ঞ ও কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাতে হয়।

 সালেহি আরো বলেন,  দেশের পরমাণু তৎপরতার উপর পরমাণু জ্বালানি সংস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে  এবং নিতান্তই কম সময়ের মধ্যে তারা চাহিদা পূরণ করছে।#

পার্সটুডে/এসআইবি/৯