মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজনটা কী- রুহানির প্রশ্ন
-
বারহাম সালিহ (বামে) ও হাসান রুহানি
ইরাকে মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজনীতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেছেন, মার্কিন সেনারা নিরাপত্তা প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখছে না বরং ইরাক ও আঞ্চলিক বিষয়ে তারা ধ্বংসাত্মক এবং হস্তক্ষেপমূলক ভূমিকা পালন করছে।
ইরাকের প্রেসিডেন্ট বাহারাম সালিহর সঙ্গে আজ (বুধবার) এক টেলিফোন সংলাপে হাসান রুহানি এসব কথা বলেন। এ সময় তিনি ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডকে সন্দেহজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিনিরা সবসময় এ অঞ্চলে একটি ধ্বংসাত্মক ভূমিকা পালন করেছে। মার্কিন সেনা উপস্থিতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখে নি।
ইরানি প্রেসিডেন্ট ইরাককে ভালো বন্ধু ও প্রতিবেশি উল্লেখ করে বলেন, “আমরা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। মর্কিন হস্তক্ষেপের কারণে ইরাক ভিন্ন পথে চলে যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা রক্ষার কাজ এ অঞ্চলের দেশগুলোকে করতে দিতে হবে।” ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট হাসান রুহানি সমর্থন ঘোষণা করেন।#
পার্সটুডে/এসআইবি/১৪