রায়িসির পররাষ্ট্র নীতি হবে গতিশীল ও যৌক্তিক: সিএনএনকে আমির আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i93554-রায়িসির_পররাষ্ট্র_নীতি_হবে_গতিশীল_ও_যৌক্তিক_সিএনএনকে_আমির_আব্দুল্লাহিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আব্দুল্লাহিয়ান বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক। তিনি আজ (মঙ্গলবার) মার্কিন টিভি চ্যানেল সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ২২, ২০২১ ১৭:১৭ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান
    আব্দুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আব্দুল্লাহিয়ান বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক। তিনি আজ (মঙ্গলবার) মার্কিন টিভি চ্যানেল সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

আমির আব্দুল্লাহিয়ান আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় সুযোগ হাতছাড়া করেছে। আমেরিকা ভবিষ্যতে কী ধরণের আচরণ করে সেটার ওপর নির্ভর করবে দুই দেশের সম্পর্কের বিষয়টি।

আমেরিকার আচরণে পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।

আব্দুল্লাহিয়ান ট্রাম্প ও বাইডেনের সরকারের মধ্যে পার্থক্য সম্পর্কে বলেন, বাইডেন পরমাণু সমঝোতায় ফিরতে চান। কিন্তু তাদেরকে আঞ্চলিক বিষয়াদি ও ক্ষেপণাস্ত্রকে পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কযুক্ত করলে চলবে না।

তিনি বলেন, আমেরিকাকে কেবল পরমাণু সমঝোতার ওপর মনোনিবেশ করতে হবে, পরমাণু সমঝোতায় ফেরার প্রতিশ্রুতি পালন করতে হবে।     

সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ভিয়েনা আলোচনার ফলাফল প্রসঙ্গে আরও বলেন, ইরানের অধিকার বাস্তবায়ন করা হলে এবং অন্য পক্ষ সব প্রতিশ্রুতি পালন করলে ইরানও সব প্রতিশ্রুতি মেনে চলবে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।