সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইএইএ’কে সরবরাহ করা হবে না: সূত্র
https://parstoday.ir/bn/news/iran-i97266-সিসিটিভি_ক্যামেরার_ফুটেজ_আইএইএ’কে_সরবরাহ_করা_হবে_না_সূত্র
আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির চলমান তেহরান সফরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভি’র ফুটেজ ওই সংস্থাকে সরবরাহ করা হবে না বলে জানা গেছে। গ্রোসি শনিবার রাতে তেহরানে পৌঁছোর পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি এ খবর জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ০৮:২১ Asia/Dhaka
  • ইরানের একটি পরমাণু স্থাপনার অভ্যন্তরীণ দৃশ্য (ফাইল ছবি)
    ইরানের একটি পরমাণু স্থাপনার অভ্যন্তরীণ দৃশ্য (ফাইল ছবি)

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির চলমান তেহরান সফরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভি’র ফুটেজ ওই সংস্থাকে সরবরাহ করা হবে না বলে জানা গেছে। গ্রোসি শনিবার রাতে তেহরানে পৌঁছোর পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি এ খবর জানিয়েছে।

সূত্রটি বলেছে, “গ্রোসির তেহরান সফরের সময় ইরানের পরমাণু স্থাপনাগুলোর ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিও আইএইএ’কে সরবরাহ না করার সিদ্ধান্তে পরিবর্তন আসবে না এবং এসব ক্যামেরার কোনো ফুটেজ সংস্থাটিকে দেয়া হবে না।”

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করে সূত্রটি বলেছে, গ্রোসির সফরের সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইএইএ’কে হস্তান্তর না করার সিদ্ধান্তে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই।মার্কিন দৈনিকটি দাবি করেছিল, ইরান এসব ক্যামেরার ফুটেজ আইএইএ’কে সরবরাহ করতে দিতে সম্মত হওয়ার পরই গ্রোসি তেহরান সফর করতে রাজি হয়েছেন।

প্রেসটিভি জানিয়েছে, ইরানে আইএইএ’র কোনো কোনো পর্যবেক্ষণ যন্ত্রের ত্রুটি মেরামত সংক্রান্ত আলোচনার উদ্দেশ্যে রাফায়েল গ্রোসি ইরান সফরে এসেছেন এবং তার এ সফরের অন্য কোনো এজেন্ডা নেই।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।