ইরানে স্কুল খোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন
https://parstoday.ir/bn/news/iran-i97748-ইরানে_স্কুল_খোলার_আনুষ্ঠানিকতা_সম্পন্ন
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আজ (বৃহস্পতিবার) ইরানের রাজধানী তেহরান ও হামাদানসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হলো স্কুল খোলার আনুষ্ঠানিকতা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২১ ২০:৪৬ Asia/Dhaka

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আজ (বৃহস্পতিবার) ইরানের রাজধানী তেহরান ও হামাদানসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হলো স্কুল খোলার আনুষ্ঠানিকতা।

করোনা মহামারির কারণে ইরানসহ বিশ্বের বহু দেশ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান আলিরেজা কাজেমি তেহরানের একটি প্রাইমারি স্কুলে উপস্থিতি হয়ে স্কুল খোলার আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।# 

পার্সটুডে/আবুসাঈদিএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।