ইরানের বিরুদ্ধে 'জাতীয় জরুরি অবস্থা' নবায়ন করলো বাইডেন
https://parstoday.ir/bn/news/iran-i99826-ইরানের_বিরুদ্ধে_'জাতীয়_জরুরি_অবস্থা'_নবায়ন_করলো_বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইরানের বিরুদ্ধে 'জাতীয় জরুরি অবস্থা'র মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করেছেন। হোয়াইট হাউজ বাইডেনের বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে: ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয় নি। এ কারণেই ১৯৭৯ সালের ১৪ নভেম্বরে ইরানের বিরুদ্ধে জারিকৃত ওই জরুরি অবস্থা আগামি ১৪ নভেম্বরের পর আগের মতোই অব্যাহত থাকবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১০, ২০২১ ১৭:০৬ Asia/Dhaka

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইরানের বিরুদ্ধে 'জাতীয় জরুরি অবস্থা'র মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করেছেন। হোয়াইট হাউজ বাইডেনের বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে: ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয় নি। এ কারণেই ১৯৭৯ সালের ১৪ নভেম্বরে ইরানের বিরুদ্ধে জারিকৃত ওই জরুরি অবস্থা আগামি ১৪ নভেম্বরের পর আগের মতোই অব্যাহত থাকবে।

আমেরিকার এই আচরণ নি:সন্দেহে তাদের দ্বৈতনীতির প্রমাণ। তারা একদিকে পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করছে অন্যদিকে ইরান বিরোধী পদক্ষেপও অব্যাহত রাখছে। আগামি ২৯ নভেম্বর ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার ব্যাপারে চার যোগ এক গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সপ্তম পর্যায়ের ওই আলোচনায় বাইডেন সরকার বাহ্যত সমঝোতায় ফেরার কথা বারবার বললেও বাস্তবে ইরান বিরোধী শত্রুতামূলক নীতি চালিয়ে যাচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা আরোপের যে নীতি চাপিয়ে দিয়েছিল বাইডেন প্রশাসন কার্যত সেই নীতিই অব্যাহত রেখেছে।

ট্রাম্প ২০১৮ সালের ৮ মে'তে পরমাণু সমঝোতা থেকে একতরফা

ভাবে বেরিয়ে গিয়েছিল। সেইসঙ্গে ইরানের ওপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ট্রাম্প চেয়েছিল ওয়াশিংটনের বেআইনি চাওয়াগুলো মেনে নিতে ইরানকে বাধ্য করতে। তার পাশাপাশি ইরানের মধ্যপ্রাচ্য নীতিসহ ক্ষেপণাস্ত্র শক্তিকে স্তব্ধ করে দিতে। কিন্তু ট্রাম্পের ওই লক্ষ্য-উদ্দেশ্য পরিপূর্ণভাবে এবং ভয়াবহরকমে ব্যর্থ হয়েছে।
পরমাণু সমঝোতা

২০২০ সালের ডিসেম্বরে জো বাইডেনও নির্বাচনী প্রচারণার সময় স্বীকার করেছিল ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মারাত্মক ভুল করেছে। এই পদক্ষেপকে তিনি আমেরিকার জাতীয় স্বার্থ বিরোধী বলেও মন্তব্য করেন এবং এরফলে আমেরিকা বিশ্ব দরবারে আরও বেশি কোনঠাসা হয়ে পড়েছে বলে নির্দ্বধায় উল্লেখ করেন। অথচ এখন সেই বাইডেন সরকার ট্রাম্পের নীতিই অনুসরণ করছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক ক্যাথলিন জন স্টোন বলেছেন: ইরান সম্পর্কে বাইডেনের নীতি সেই ট্রাম্পের নীতিরই অনুসৃতি।

ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থা নবায়ন করে বাইডেন প্রশাসন প্রমাণ করেছে ইরান ইস্যুতে আমেরিকার নীতিতে মূলত কোনোরকম পরিবর্তন হয় নি। বিগত চল্লিশ বছর ধরে নিষেধাজ্ঞা, সামরিক হুমকি আর প্রচারণা যুদ্ধ চালিয়ে ইরানের ওপর যে চাপ প্রয়োগের কৌশল আমেরিকা অবলম্বন করে এসেছে, রিপাবলিক কিংবা ডেমোক্র্যাট নির্বিশেষে সকলেই ওই একই নীতি অনুসরণ করে এসেছে। তবে ইরান কখনোই বলদর্পিতার মুখে দমে যায় নি বরং কঠোর প্রতিরোধের নীতি অনুসরণ করেছে। এর ফলে ইরানের মোকাবেলায় ওয়াশিংটন সবসময়ই ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।