শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের দুটি প্রাত্যহিক ও একটি সাপ্তাহিক পরিবেশনা সম্পর্কে মতামত
আসসালামু আলাইকুম। শুভ কামনা জানিয়ে শুরু করলাম রেডিও তেহরানের বিশ্বসংবাদ, কথাবার্তা ও স্বাস্থ্যকথা অনুষ্ঠানের ওপর মতামত।
রেডিও তেহরানের বিশ্বসংবাদ শোনার জন্য মুখিয়ে থাকি। দিন শেষে বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর আপডেটের জন্য অপেক্ষার প্রহর শেষ হয় রেডিও তেহরানের বিশ্ব সংবাদের মধ্য দিয়ে। দারুণ এক উত্তেজনা কাজ করে মনে মনে।
'কথাবার্তা' অনুষ্ঠানের মাধ্যে বিশেষত বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করা হয়। যা থেকে বিস্তারিত বিষয় জানা যায়। তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই 'কথাবার্তা' অনুষ্ঠান।
বাংলাদেশ এবং ভারতের প্রতিনিধির মাধ্যমে নানা খবর পেয়ে থাকি, তবে সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণের তূলনা হয় না।
সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারে ছুটির দিন বন্ধ ঘোষণা এবং লিভ টুগেদারের অনুমতি দেয়ার বিষয়টি জানলাম, যা খুবই মর্মাহত করেছে আমাদেরকে। পুরো অনুষ্ঠানটি বেশ মনোযোগের সাথে উপভোগ করেছি।
২৯ ডিসেম্বর রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ফেসবুক লাইভের মাধ্যমে শুনেছি। বেশ উপভোগ্য ছিল পুরো পরিবেশনা। বিশেষ করে 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তার তাইফুর রহমানের ব্রেন স্ট্রোক নিয়ে আলোচনা ছিল খুব দরকারি এবং সময়োপযোগী। এই অনুষ্ঠানটি ধারাবাহিক করায় খুব ভালো হয়েছে। কয়েকটি পর্বে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব ইনশাআল্লাহ।
দারুণ এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। রেডিও তেহরান সবার কাছে হৃদয়ের ডাক্তার হয়ে উঠুক এই কামনা করে বিদায় নিচ্ছি।
সোহেল রানা হৃদয়
প্রেসিডেন্ট, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।