শ্রোতাদের মতামত
‘পার্সটুডে’র পরতে পরতে ছড়িয়ে রয়েছে বৈচিত্র্যপূর্ণ তথ্যে ভরপুর এক জগৎ’
প্রিয় রেডিও তেহরান, বাংলার সবুজ বনানী আর পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের পার্সটুডে ওয়েব পেইজের বিভিন্ন কনটেন্ট উপভোগ করছিলাম। এমন সুন্দর ওয়েব ডিজাইন আর পরতে পরতে ছড়িয়ে রয়েছে নানা রঙের, নানা বৈচিত্রের তথ্যে ভরপুর এক জগৎ।
রেডিও তেহরানের অনুষ্ঠানমালায় যেমন নানা বৈচিত্র্য আর নানা স্বাদের অনুষ্ঠানের সমাহার আমাকে মুগ্ধ করে; তেমনই আপ্লুত হই পার্সটুডে’র ওয়েব পেইজ ভিজিট করে।
একদিকে প্রতিদিন ঘটে যাওয়া গোটা পৃথিবীর বিশেষ করে ইসলামী দুনিয়ার খবর এবং খবরের বিশ্লেষণ। অন্য দিকে থাকে ফিচারমূলক অনুষ্ঠানের লিখিত বিবরণী। এ সকল বিবরণী থেকে রেডিও তেহরানের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের লিখিত স্বাদ গ্রহণ করা সম্ভব হয়।
রেডিও তেহরান-এর অনুষ্ঠান সূচি, লাইভে শোনার লিংকসহ আর্কাইভের সরল নির্দেশনা যেকোনো পাঠকেরও মনোযোগ আকর্ষণ করবে। এখান থেকে যে কেউ পুরোনো অনুষ্ঠানগুলো নিজের সময় ও সুযোগ মতো শুনে নিতে পারবেন। তার জন্যে রেডিওতে নির্দিষ্ট সময়ে কান পেতে থাকার প্রয়োজন নেই।
ওয়েব পেইজের একটি ইউনিক ও সুন্দর সংযোজন ‘মতামত’ বিভাগ। এখানে শ্রোতাদের পাঠানো চিঠি মেইল বাছাই করে তাঁর ছবিসহ প্রকাশ করা হয়। এমন একটি অনবদ্য ও সুন্দর বিভাগ যা পৃথিবীর আর কোনো বেতারে চোখে পড়েনি। যদিও কিছু বেতার শ্রোতাদের কিছু কিছু বক্তব্য তাদের ওয়েব পেইজে প্রকাশ করার নজির রাখলেও তার ধারাবাহিকতা নেই। তাছাড়া এত সুন্দরভাবে বিস্তারিত মেইল বা চিঠি একমাত্র রেডিও তেহরানই প্রকাশ করে আসছে।
আশা করি এমন সুন্দর ব্যবস্থাপনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আর শ্রোতা পাঠকগণও আরো বেশি বেশি সুন্দর সুন্দর মতামত পাঠিয়ে এই পেইজকে সমৃদ্ধ করবেন।
প্রস্তাব: রেডিও তেহরান বাংলা বিভাগে কর্মরত কর্মীবৃন্দ, ঢাকা ও কলকাতা প্রতিনিধিগণের সচিত্র পরিচিতি পার্সটুডে’র ওয়েব পেইজ-এ প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।
এখানে তাঁদের ছবিসহ নাম, কোন দেশের নাগরিক, শিক্ষা, শখসহ সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হবে। এর মাধ্যমে আমরা রেডিও তেহরানের কর্মীদের সম্পর্কে জানতে পারব। বেতারে যাঁদের স্বর শুনি তাঁদের সম্বন্ধে জানতে ও চিনতে পারব।
রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল আসন্ন পবিত্র ‘ঈদ-উল আযহা’ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলে ভালো ও সুস্থ থাকুন এই কামনায়-
এস এম নাজিম উদ্দিন
পরিচালক, ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব
গ্রাম ও ডাক: বারুইপাড়া, জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯