'পার্সটুডে শুধু একটি নিউজ ওয়েবসাইট নয়, অনলাইন শিক্ষাকেন্দ্রও বটে'
(last modified Sun, 06 Nov 2022 10:27:54 GMT )
নভেম্বর ০৬, ২০২২ ১৬:২৭ Asia/Dhaka
  • 'পার্সটুডে শুধু একটি নিউজ ওয়েবসাইট নয়, অনলাইন শিক্ষাকেন্দ্রও বটে'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার চিঠির শুরুতেই ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান-এর সকল কলাকুশলী এবং শ্রোতা শুভানুধ্যায়ী; রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে'র সকল পাঠক এবং শুভানুধ্যায়ীদের অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই।

আমি নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠানমালা পার্সটুডে ওয়েবসাইটের বাংলা ভার্সন থেকে শুনে থাকি এবং পড়ে থাকি। পার্সটুডে শুধু একটি নিউজ ওয়েবসাইটই নয়, ইহা এক অনলাইন শিক্ষাকেন্দ্রও বলা চলে। পার্সটুডে ওয়েবসাইটে প্রকাশিত খবর, নিবন্ধ এবং তথ্যসমূহ আমার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। শুধু ইরানই নয়, বিশ্বের প্রতিটি প্রান্তের খবর যেভাবে বস্তুনিষ্ঠতার সঙ্গে পরিবেশিত হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠতাই একটি গণমাধ্যমের মূল চালিকাশক্তি যা রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে প্রতিদিনই দেখিয়ে যাচ্ছে। পরম করুনাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে পার্সটুডে এই আধুনিক জগতের আধুনিক গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। যা ইরানকে সমৃদ্ধ করেছে বিশ্ববাসীর কাছে।

ইরানের ইসলামী বিপ্লব যেভাবে মুসলমানদেরকে আধ্যাত্মিক প্রেরণা এবং শক্তি যুগিয়েছিল পার্সটুডেও এই আধুনিক সময়ে ইসলামী জ্ঞানের এক আধুনিক বিপ্লবের ধারা রচনা করেছে রেডিও তেহরানের শক্তিশালী অনলাইন গণমাধ্যম হিসেবে।

মুসলমানদের ঐক্যবদ্ধ ইসলামি চেতনাকে জাগ্রত করতে রেডিও তেহরান এবং পার্সটুডে বৈপ্লবিক বেতার এবং অনলাইন মাধ্যম। নিরপেক্ষ সংবাদ পরিবেশনে রেডিও তেহরান এবং পার্স টুডে'র ভূমিকা অনস্বীকার্য। পার্সটুডে অনলাইনে বাংলায় ইরানি সাহিত্যিকদের সাহিত্যসমূহ এবং রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠানসমূহ ই-বুক আকারে প্রকাশ করা হলে আরও জ্ঞান সমৃদ্ধ হওয়া যেত।

পার্সটুডেতে প্রকাশিত ও রেডিও তেহরানে প্রচারিত নূরনবী মোস্তফা (সা.), বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) থেকে শুরু করে ইমাম মাহদি (আ.) পর্যন্ত পবিত্র ইমামদের জীবনী ও মহান কর্ম নিয়ে আলোচনা ঐশী দিশারী, প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা.), ইমাম হুসাইন (আ.) এর চিরঞ্জীব মহাবিপ্লব, ধরণীর বেহেশত মসজিদের প্রতিটি পর্ব মনে গেঁথে আছে এবং থাকবে।

পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো ইসলামি জ্ঞানকে সমৃদ্ধ করেছে। ইরানি গল্প ও রূপকথার কাহিনি মনে পড়ে বারবার। চিঠিপত্রের আসর প্রিয়জন, আলোকোজ্জ্বল দশ প্রভাত, আসমাউল হুসনা, পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব, শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু আসর, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, ইরান ভ্রমণ, গল্প ও প্রবাদের গল্প, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, মুসলিম সভ্যতা ও সংস্কৃতি, সুখের নীড়, আদর্শ জীবনযাপন, কথাবার্তা, সাক্ষাৎকার, দর্পন, স্বাস্থ্যকথা, আদর্শ মানুষ গড়ার কৌশল, পাশ্চাত্যের জীবনব্যবস্থাসহ প্রতিটি অনুষ্ঠানের প্রতিটি পর্ব বেশ তথ্যবহুল, অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক এবং জ্ঞানগর্ভ।

সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান একদিন বিশ্বের প্রধান শক্তিশালী ইসলামি রাষ্ট্রে পরিণত হবে সেই আশা ব্যক্ত করছি। মহান আল্লাহ সোবহানাহু তাআলা ইরানকে সে শক্তি দান করুন। আবারও রেডিও তেহরান এর সকল কলাকুশলী এবং শ্রোতা শুভানুধ্যায়ী; রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে'র সকল পাঠক এবং শুভানুধ্যায়ীদের অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা। আল্লাহ সকলকে শান্তিতে রাখুন, সুস্থ রাখুন। আমিন।

 

শুভেচ্ছান্তে

এস. এম. হৃদয় রহমান,

ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী।

গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,

ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ