শ্রোতাদের মতামত
'পাশ্চাত্যের মেকি মানবতার পূজারীদের দ্বিমুখী নীতি দেখে অবাক লাগে'
আসসালামু আলাইকুম, রেডিও তেহরান বাংলা বিভাগের সকলের প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বসন্তের আগমনী বার্তা নিয়ে বাংলার বৃক্ষরাজী প্রস্তুত; ইরানের পরিবেশেও আশা করি দোলা লেগেছে বসন্তের।
উপেক্ষিত অথচ গুরুত্বপূর্ণ খবরকে সকলের সামনে তুলে ধরার এক অনন্য বৈশষ্ট্য রয়েছে রেডিও তেহরানের। বরাবরের মতোই উপেক্ষিত বিষয় আর খবরকে শ্রোতা ও পাঠকদের সামনে তুলে ধরে রেডিও তেহরান ও পার্সটুডে।
গত সোমবার ভোর রাতে সিরিয়া ও তুরস্ক সীমান্তের বিরাট এলাকা জুড়ে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে।
বিশ্বের প্রধান প্রধান মিডিয়ার দৌলতে এ খবর সারা বিশ্বের মানুষ জেনে গেছে। কিন্তু আমরা বেশি করে যেটা দেখতে পাচ্ছি তা হলো, তুরস্কের ভূমিকম্প পীড়িত ও সেখানে আন্তর্জাতিক মহলের ত্রাণ তৎপরতার খবর। সিরিয়া যেন উপেক্ষিত! কতিপয় কিছু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিরিয়ার ভূমিকম্প পীড়িত লোকেদের হাহাকার দেখা যাচ্ছে। আর একটা মজার বিষয় হল, আন্তর্জাতিক মহল তাদের ত্রাণ তৎপরতা চালাচ্ছে তুরস্কে কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার ত্রাণ তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। এই হচ্ছে পাশ্চাত্যের মানবতা!!!
এ বিষয়ে সিরিয় প্রেসিডেন্ট বাশার আসাদের মন্তব্য করেছেন, ‘বহু দেশ মার্কিন চাপের কারণে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়াকে সাহায্য করছে না।’
এদিকে, রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি তার দেশের জনগণের জন্য সহযোগিতার ক্ষেত্রে বৈষম্য করার নিন্দা ও সমালোচনা করে বলেছেন, 'ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া- দুই দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগ সাহায্য সহযোগিতা তুরস্কতে যাচ্ছে; এক্ষেত্রে সিরিয়া বঞ্চিত হচ্ছে।'
সত্যি, অবাক লাগে পাশ্চাত্যের মেকি মানবতার পূজারীদের এমন দ্বিমুখী নীতি দেখে।
রেডিও তেহরান এর খবরে জানা যাচ্ছে যে, রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় তাদের ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেছেন,- 'সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের কষ্ট হচ্ছে। নিহতদের জন্য আল্লাহর কাছে করুণা প্রার্থনা করছি। দোয়া করছি আল্লাহ যাতে শোকার্তদেরকে ধৈর্যশক্তি দান করেন।'
সর্বোচ্চ নেতা আরও বলেন, 'আমরা নিজেরাও আক্রান্ত হয়েছি। আমরা জানি যখন ভূমিকম্প হয়, যখন পরিবারের প্রিয়জনেরা হারিয়ে যায় তখন তা কতটা কষ্টদায়ক ও তিক্ত। আমরা তাদের কষ্ট অনুভব করছি এবং আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্য ও মানসিক শান্তি কামনা করছি। আলহামদুলিল্লাহ, দেশের কর্মকর্তারা তুরস্ক ও সিরিয়ায় সাহায্য পাঠিয়েছে এবং আরও সাহায্য করবে।'
ইরান যে শুধুমাত্র সিরিয়ার জন্যে তাদের মানবিক সহায়তা দান করেছে তাই নয়, তুরস্কের জন্যেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
যেখানে সিরিয়ার খবরকে বিশ্ব মিডিয়া উপেক্ষিত করে রেখেছে, সেখানে রেডিও তেহরান ও পার্সটুডে তুরস্কের পাশাপাশি সিরায়ার খবরকেও গুরুত্বের সাথে তুলে ধরছে।
আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের এমন মানবতাবাদী তৎপরতার জন্যে সাধুবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই, রেডিও তেহরানকে, নিরপেক্ষভাবে সমস্ত খবরকে আমাদের সামনে তুলে ধরার জন্য।
সকলের প্রতি সালাম ও শুভ কামনাসহ-
এস এম নাজিম উদ্দিন
বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।