শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো যেন এক প্রশান্তির আয়োজন'
মহোদয়, প্রতিদিন রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান না শুনলে যেন চোখের পাতায় ঘুম নামে না। রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠানগুলো যেন এক প্রশান্তির আয়োজন।
প্রতিদিনই রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠানের পর্বগুলো থেকে ইসলাম সম্পর্কে হাজারো জ্ঞান লাভ করছি, জানছি বিশ্ব ও পৃথিবী সম্পর্কে। প্রতিনিয়ত অর্থসহ কুরআন তেলাওয়াত, সুন্দর জীবন এবং কুরআনের আলো এই পর্বগুলোতে কথামালার অর্থগুলো মুসলিমদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রশান্তিদায়ক।
রংধনু আসর, কথাবার্তা, স্বাস্থ্যকথা, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান আলাপন এবং চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন আমার কাছে ভীষণ প্রিয়। আর জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান ও ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস পর্ব দুটি আমাকে বরাবরই মুগ্ধ এবং জ্ঞানান্বিত করে।
সর্বোপরি রেডিও তেহরান বাংলা বিভাগের সকল পর্বগুলো অমুসলিমদের ইসলামের পথে আহ্বান এবং মুসলিমদের ইসলামী তরিকায় জীবনযাপন করার জন্য সঠিক পথ প্রদর্শকের মতো কাজ করে যায় বলে আমি মনে করি। তাই রেডিও তেহরানের কাছে শ্রোতা পরিবার ভীষণভাবে কৃতজ্ঞ।
প্রেরকঃ
জামাল আহমেদ সুবর্ণ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
কর্পোরেট হেড অফিস, ২৬, গুলশান এভিনিউ,
গুলশান-১, ঢাকা-১২১২. বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮