'মধুর আড্ডায় প্রিয়জন অনুষ্ঠানটি দারুণ উপভোগ্য হয়ে উঠেছিল'
https://parstoday.ir/bn/news/letter-i132266-'মধুর_আড্ডায়_প্রিয়জন_অনুষ্ঠানটি_দারুণ_উপভোগ্য_হয়ে_উঠেছিল'
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। সোমবার মানেই প্রিয়জন। রেডিও তেহরান বাংলা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান প্রিয়জন। প্রতি সোমবারে প্রচারিত এ অনুষ্ঠানটি শ্রোতাদের প্রাণের অনুষ্ঠান। সারা সপ্তাহ ধরে শ্রোতারা পরের প্রিয়জন শোনার অপেক্ষায় থাকেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২৩ ২২:০১ Asia/Dhaka
  • 'মধুর আড্ডায় প্রিয়জন অনুষ্ঠানটি দারুণ উপভোগ্য হয়ে উঠেছিল'

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। সোমবার মানেই প্রিয়জন। রেডিও তেহরান বাংলা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান প্রিয়জন। প্রতি সোমবারে প্রচারিত এ অনুষ্ঠানটি শ্রোতাদের প্রাণের অনুষ্ঠান। সারা সপ্তাহ ধরে শ্রোতারা পরের প্রিয়জন শোনার অপেক্ষায় থাকেন।

অনুষ্ঠানের শুরুতেই ইমাম আলী (আ.)-এর একটি বাণী প্রচার করা হয়। মসজিদে বসে থাকা সম্পর্কে তাঁর এ বাণীটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে মসজিদ আল্লাহর প্রিয় স্থান। আশা করি, এ বাণীটি শোনার পর সকল মুসলমানেরা নিয়মিত মসজিদে যাবেন, সেখানে বেশি সময় কাটাবেন। 

আজকের প্রিয়জনে যাদের চিঠি প্রচারিত হয়েছে তারা হলেন জাহিদুল ইসলাম রিপন, তপতী সরকার, শাওন হোসাইন, আব্দুল কাদির, মোঃ হাফিজুর রহমান, শরিফা আক্তার পান্না (আমি নিজে), মুখলেসুর রহমান- অনুভূতি প্রকাশ, দেবাশীষ ঘোপ ও আরিফুল ইসলাম। প্রত্যেকের চিঠি ও মতামতই ভালো লেগেছে। এছাড়া যারা রিসেপশন রিপোর্ট পাঠিয়েছেন তাদের নামও বলা হয়।

চমৎকার একটি প্রিয়জন উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই। 

 

ধন্যবাদান্তে,

 

শরিফা আক্তার পান্না

(অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ)

ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি

কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।