'হযরত আলী (আ.): মহানবীর (সা.) প্রিয়তম শ্রেষ্ঠ অনুসারী' অনুষ্ঠানটি ছিল অনবদ্য
https://parstoday.ir/bn/news/letter-i133740-'হযরত_আলী_(আ.)_মহানবীর_(সা.)_প্রিয়তম_শ্রেষ্ঠ_অনুসারী'_অনুষ্ঠানটি_ছিল_অনবদ্য
আসসালমু আলাইকুম, রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। গত ২৪ জানুয়ারি ২০২৪, আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি চমৎকার বিশেষ অনুষ্ঠান উপভোগ করলাম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৪ ১৫:৫০ Asia/Dhaka
  • 'হযরত আলী (আ.): মহানবীর (সা.) প্রিয়তম শ্রেষ্ঠ অনুসারী' অনুষ্ঠানটি ছিল অনবদ্য

আসসালমু আলাইকুম, রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। গত ২৪ জানুয়ারি ২০২৪, আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি চমৎকার বিশেষ অনুষ্ঠান উপভোগ করলাম।

বরাবরের মতোই অনবদ্য এই আলোচনাটি ছিল তথ্য সমৃদ্ধ ও সময়োপযোগী পরিবেশনা। ধন্যবাদ জানাই ইসলামের ইতিহাসে এই মহান ব্যক্তিত্বের জন্মদিনটি স্মরণ করার জন্য।

“সাহসিকতায় তুমি ছিলে খোদার সিংহ তা জানি

পৌরুষত্বে আর বদান্যতায় কি তুমি তা জানেন শুধুই অন্তর্যামী"....

হযরত আলীর (আ.) ফজিলত ও উচ্চ মর্যাদা সম্পর্কে মাওলানা রুমীর এই উক্তিই প্রমাণ করে তাঁর আকাশ-ছোঁয়া বীরত্ব ও মহত্বের কথা।

গত ১৫ই ফেব্রুয়ারি অর্থাৎ ১৩ রজব ছিল আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী। এ উপলক্ষে রেডিও তেহরান এর বিশেষ পরিবেশনা 'হযরত আলী (আ.): মহানবীর (সা) প্রিয়তম শ্রেষ্ঠ অনুসারী' ছিল অনবদ্য।

বিশেষ দিনের এমন একটি সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেবার জন্যে রেডিও তেহরান বাংলা বিভাগ কে ধন্যবাদ জানাই।

আলোচনার মাধ্যমে এই মহা মানবের নানা দিক তুলে ধরে, ইসলামের এক গৌরবময় ব্যক্তিত্ব এর প্রতি যথার্থ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন আমাদের মুগ্ধ করেছে।

অনুষ্ঠানের বর্ণনায় আমরা জানতে পারি যে, হযরত আলী (আ.) ছিলেন একজন জ্ঞানী, প্রাজ্ঞ, ও অসামান্য সম্মানের অধিকারী, সমাজের একজন নেতা, আত্মসত্তা বিসর্জনকারী ব্যক্তি, মুজাহিদ, বিচারক এবং একজন খোদাভীরু ব্যক্তিত্ব। তাঁর সব আকর্ষণীয় গুণ নিয়ে তিনি ছিলেন পূর্ণতার সব অর্থেই একজন পূর্ণাঙ্গ মহামানব।

হযরত আলী (আ.) ছিলেন সেই ব্যক্তিত্ব, যার সম্পর্কে রাসূলে পাক (সা:) বলেছেন, "মুসার সাথে হারুনের যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন (আ.) নবী ছিলেন, তুমি নবী নও"।

পবিত্র কাবা-ঘরে জন্ম-নেয়া আলী (আ.) ছিলেন সব ধরণের মানবিক গুনে গুণান্বিত ও উচ্চ মূল্যবোধের অধিকারী। মানবতার সবক্ষেত্রেই তাঁর ছিল অবাধ বিচরণ এবং তিনি ছিলেন একজন পরিপূর্ণ মহামানব। কুরআনিক ব্যাখ্যার এক উজ্জ্বল অনবদ্য সংকলন "নাহজুল বালাগা", তাঁর অসামান্য সৃষ্টি; ইসলামের এক মহামূল্যবান সম্পদ।

রাসূলে করিম (সা.) বলেছেন, " আমি জ্ঞানের নগরী, আলী তার দরজা, যে কেউ আমার জ্ঞানের মহানগরীতে প্রবেশ করতে চায় তাকে এ দরজা দিয়েই আসতে হবে"।

মহানবী (সা.) আরো বলেছেন, "হে আম্মার! যদি দেখ সমস্ত মানুষ একদিকে চলে গেছে, কিন্তু আলী চলে গেছে অন্য দিকে, তবুও আলীকে অনুসরণ কর, কারণ, সে তোমাকে ধ্বংসের দিকে নেবে না।"

বিশ্বনবী (সা.) আরো বলেছেন, "আমি আলী থেকে, আর আলী আমার থেকে, যা কিছু আলীকে কষ্ট দেয়, তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়।"

"হে আলী! ঈমানদার কখনও তোমার শত্রু হবে না এবং মোনাফেকরা কখনও তোমাকে ভালোবাসবে না।"

এসকল বাণী থেকে এটা প্রতীয়মান হয় যে, হযরত আলী (আ.) ছিলেন বিশ্বনবী (সাঃ)'র পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং আমাদের জন্যে অনুসরণীয় একজন ব্যক্তিত্ব।

আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র শানে পরিবেশিত কাওয়ালি গানের সুরের মূর্ছনায় অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা এনে দিয়েছিল। সব মিলিয়ে অসাধারণ এই অনুষ্ঠানটি আমাদের উপহার দেবার জন্যে রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সবশেষে আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা মুবারকবাদ।

 

শুভেচ্ছান্তে,

এস এম নাজিম উদ্দিন

পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।