‘রেডিও তেহরান শ্রোতাদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে’
(last modified Sun, 22 Aug 2021 06:57:39 GMT )
আগস্ট ২২, ২০২১ ১২:৫৭ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান শ্রোতাদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে’

রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের রাজধানীর ঢাকার বন্ধু আহমাদ আবু হুরাইরা'র লেখা।

ভূমিকা: মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম শান্তি প্রিয় দেশ ইরান। ১৯৮২ খ্রিস্টাব্দের ১৭ই এপ্রিল থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে আসছে রেডিও তেহরান। জনপ্রিয় এ বেতারটি বর্তমানে পৃথিবীর প্রায় ত্রিশটি ভাষায় অনলাইনের মাধ্যমে খবর প্রচার করে থাকে। আজ সারা দুনিয়াব্যাপী রেডিও তেহরান-এর বস্তনিষ্ঠ ও বাস্তবধর্মী খবর প্রচারের জন্য শহরের তুলনায় পল্লীতে এর কদর বেশি। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনের আঁকে-বাঁকে ঘটে যাওয়া তাজা খবর সম্প্রচারের জন্য সারা বিশ্বে রেডিও তেহরানের সুনাম দিন দিন বাড়েই চলেছে। প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান প্রচার হয়। অনুষ্ঠানগুলোর মধ্য থেকে মানুষের মন কাড়া কয়েকটি অনুষ্ঠানের কথা বর্ণিত হলো:

আদর্শ মানুষ গড়ার কৌশল: পিতামাতার সাথে সন্তানের বন্ধন এবং আদর্শ মানুষ গড়তে পরিবারে ভূমিকা নিয়ে অসাধারণ অনুষ্ঠানগুলো সাধারণ মানুষের মন কেড়েছে। বিশেষ করে, গর্ভধারণ সন্তান প্রতিপালনের এক গুরুত্বপূর্ণ পর্যায়। মহানবীর (সা.) বক্তব্য অনুযায়ী মানুষের সৌভাগ্য ও দুর্গতি এ সময়ই নির্দিষ্ট হয়। মহানবী একবার সন্তানের সুশিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, সন্তানকে মায়ের গর্ভেই সুশিক্ষিত কর। -সাহাবিরা বিস্মিত হয়ে এর মর্মার্থ জানতে চাইলে মহানবী (সা) বলেন, মাকে পবিত্র ও হালাল খাবার খাইয়ে তা কর। এ সকল জ্ঞানগর্ব আলোচনা আদর্শ মানুষ গড়াতে বিশেষ ভূমিকা রাখছে। 

পাশ্চাত্যে জীবন ব্যবস্থা: সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবন যাত্রায় এসেছে পরিবর্তন। মানব জীবনের এ পরিবর্তনের ধারায় সমাজ জীবনকে করেছে আমুল পরিবর্তন। আজ বিশ্বব্যাপী পুঁজিবাদ বাড়ার সাথে সাথে ভোগবাদী সমাজ সম্প্রসারিত হচ্ছে। আর এই ভোগবাদী মানবসমাজকে আরও হিংস্রতার দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য বিশ্বকে বাসযোগ্য করে রাখার যে দায়িত্ব তা এড়িয়ে চলছি। ভোগবাদ কীভাবে মানুষকে অসম প্রতিযোগিতা দিকে নিয়ে যাচ্ছে তা সহজেই বোঝা যায় পরিবেশ ও প্রকৃতির ওপর এর প্রভাব পর্যালোচনা করলে। বর্তমানে মানুষের ভোগ্যপণ্যের মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে পরিবেশ-প্রকৃতি ভারসাম্য হারাতে বসেছে। এ রেডিও’র মাধ্যমে সর্বস্তরের মানুষ আজ বিশ্বকে হাতের মুঠোয় পেয়েছে।  

কুরআনের আলো:  রেডিও তেহরান সকল শ্রেণি পেশার মানুষের অন্তরে আল্লাহ ভীতি যোগাতে বিশেষ ভূমিকা রেখেছে। সাধারণ মানুষকে বুঝতে শিখিয়েছে, কুরআনই একমাত্র জ্ঞানের উৎস এবং গোটা দুনিয়া পরিচালনার সংবিধান, বিজ্ঞান, রাজনীতির একটি ঐশী গ্রন্থ। জ্ঞানের এমন কোনো শাখা আজও উদ্ভব হয়নি, যে সম্পর্কে কুরআনে উল্লেখ নেই। কিয়ামত পর্যন্ত মানব জাতির সব চাহিদা ও জিজ্ঞাসার জবাব এই কুরআন। এ বিষয়সমূহ খুবই চমৎকারভাবে তুলে ধরে থাকে রেডিও তেহরান। কুরআনের আলো অনুষ্ঠানটি মানব জীবনের জন্য মহামূল্যবান অনুষ্ঠান হিসেবে মানুষের মন জয় করেছে।

কথাবার্তা: যেখানে বাঙালি আছে সেখানেই কথাবার্তা আছে, আছে বিনোদন। এ বিষয়টি কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে খুবই সুন্দরভাবে উঠে এসেছে। শুধু বাঙলা ভাষাভাষীই নয়, সারাবিশ্বের খবরের মধ্যেকার খবর তুলে এনে তার পর্যালোচনা করে থাকে। যা সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করতে পেরেছে।

আলাপন: রেডিও তেহরানের অনুষ্ঠানসমূহের মধ্যে আলাপন (সাক্ষাৎকার) একটি জীবন্ত অনুষ্ঠান। অনুষ্ঠানটি সমসাময়িক বিষয়ের সত্যনিষ্ঠ ঘটনাবলী নিয়ে আলোচনা করে। পৃথিবীতে একটি রাষ্ট্রকে ইসরাইল ভয় পায় ও আতঙ্ক বলে মনে করে সেই দেশটি ইরান। পরমাণু সমঝোতা বিষয়ে সমস্ত বিশ্ব যখন একদিকে বিপরীতে ইরান ছিল একা। বিশিষ্টজনদের সাক্ষাৎকারের এ তথ্যাগুলো জানা যায়।

এ ছাড়াও, রংধনু আসর, চিঠিপত্রের আসর প্রিয়জন শ্রোতাদের মন কেড়ে নিয়েছে।

পরিশেষে একথা প্রমাণিত যে, বিশ্বময় হাজার হাজার প্রচার মাধ্যমের মধ্য রেডিও তেহরানের অনুষ্ঠানসমূহ এবং অনুষ্ঠান প্রচারের ধরন, মানব কল্যাণের সুরেলা কণ্ঠস্বর হিসেবে শ্রোতাদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে। 

 

আহমাদ আবু হুরাইরা

নবম শ্রেণি, বিজ্ঞান বিভাগ

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর সেনানিবাস, মিরপুর-১২

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ