আইআরআইবি ফ্যান ক্লাবের আগস্ট ২০২৩-এর কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/quiz-i127780
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে ২০২৩ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৯৭ জন (বাংলাদেশ ৭৫, ভারত ২২। এর মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৯৬ প্রতিযোগী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৬:২৫ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের আগস্ট ২০২৩-এর কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে ২০২৩ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৯৭ জন (বাংলাদেশ ৭৫, ভারত ২২। এর মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৯৬ প্রতিযোগী।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী করা হলো। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন।

 

বিজয়ীদের তালিকা:

১. মিতু  ফারিয়া

৩৫/ই/২/১ চলন্তিকা হাউজিং

শাহাআলী বাগ, মিরপুর-১

ঢাকা, বাংলাদেশ।

২. সহিদুল ইসলাম

গ্রাম : গাদোপোতা

থানা : শীতলকুচি

জেলা : কুচবিহার

পশ্চিমবঙ্গ- ভারত

৩. মোঃ আব্বাস হোসেন 

সভাপতি, বেতার বাংলা শ্রোতা ক্লাব

গ্রাম: চরপোটকা, পোস্ট: বাপ্তা

উপজেলা: ভোলা সদর

জেলা: ভোলা-৮৩০০, বাংলাদেশ।

 

কুইজের উত্তরটি মিলিয়ে নিন

প্রশ্ন: ইউরোপের কোন দুটি দেশে সম্প্রতি পবিত্র কুরআন অবমাননা করা হয়েছে?

উত্তর: সুইডেন ও ডেনমার্ক

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬