আইআরআইবি ফ্যান ক্লাবের সেপ্টেম্বর ২০২৩-এর কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/quiz-i129200-আইআরআইবি_ফ্যান_ক্লাবের_সেপ্টেম্বর_২০২৩_এর_কুইজ_বিজয়ীদের_নাম_ঘোষণা
​​​​​​​আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৬৯ জন (বাংলাদেশ ৫২, ভারত ১৭) এবং সঠিক উত্তর দিয়েছেন সবাই।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১০, ২০২৩ ১৭:৫৭ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের সেপ্টেম্বর ২০২৩-এর কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

​​​​​​​আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৬৯ জন (বাংলাদেশ ৫২, ভারত ১৭) এবং সঠিক উত্তর দিয়েছেন সবাই।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী করা হলো। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন।

 

০১. মোখলেছুর রহমান 

       খাদিমপুর বাজার, কুষ্টিয়া।

০২. নাভেদ রাইয়ান

      মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

০৩. মোঃ নজরুল ইসলাম

      মহেশপুর, ঝিনাইদহ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।