রংপুর বিভাগে আয়োজিত নভেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/quiz-i132222
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর রংপুর বিভাগীয় শাখার শ্রোতাদের জন্য নভেম্বর মাসে আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৪৫ জন প্রতিযোগী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৩ ২০:০২ Asia/Dhaka
  • রংপুর বিভাগে আয়োজিত নভেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর রংপুর বিভাগীয় শাখার শ্রোতাদের জন্য নভেম্বর মাসে আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৪৫ জন প্রতিযোগী।

সঠিক উত্তর দিয়েছিলেন ৩৫ জন। এছাড়া, রংপুর বিভাগ বহির্ভূত ও ভুল উত্তর দিয়েছিলেন ১০ জন। ফলে তাদেরকে লটারিতে অন্তর্ভুক্ত করা হয়নি।  

প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন।

বিজয়ীরা হলেন:

১. মোঃ আব্দুল হামিদ শেখ
    ধর্মবিষয়ক সম্পাদক
    আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর ডিভিশন
    নাগেশ্বরী, কুড়িগ্রাম।

২. রোকাইয়া ফেরদৌস কথা
    ১০ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ
    সরল খাঁ উচ্চ বিদ্যালয়
    ডাকঘরঃ সারপুকুর, উপজেলাঃ আদিতমারী
    জেলাঃ লালমনিরহাট।

৩. দিপা রায়
    ১০ম শ্রেণি, বিজ্ঞান বিভাগ
    সরল খাঁ উচ্চ বিদ্যালয়
    ডাকঘরঃ সারপুকুর, উপজেলাঃ আদিতমারী
    জেলাঃ লালমনিরহাট।
 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫