ন্যাটো জোট রেডলাইন ক্রস করেছে: অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী
(last modified Sun, 09 Jun 2024 08:19:00 GMT )
জুন ০৯, ২০২৪ ১৪:১৯ Asia/Dhaka
  • ন্যাটো জোট রেডলাইন ক্রস করেছে: অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে হামলার অনুমতি দেয়ার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট মূলত রেডলাইন ক্রস করেছে। অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লডিয়া টানের এক সাক্ষাৎকারে একথা বলেছেন। গতকাল (শনিবার) তার সাক্ষাৎকার ‘ডাই প্রেস’ এ প্রকাশ হয়।

আমেরিকা, ফ্রান্স এবং জার্মানির সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের দেয়া অস্ত্র ব্যবহার করে কিয়েভ রাশিয়ার লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাতে পারবে। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, এরই মধ্যে পশ্চিমারা রেড লাইন ক্রস করেছে

ইউক্রেনের মাটিতে ন্যাটোভুক্ত কোনো দেশের সেনা মোতায়েন করা হবে না বলে সম্প্রতি ন্যাটো মহাসচিব যে ঘোষণা দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেন ক্লডিয়া টানের।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি ন্যাটো সদস্য দেশ প্রকাশ্যে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে দৃশ্যত সীমিত মাত্রায় হামলা চালানোর প্রতি সমর্থন দিয়েছে।

পশ্চিমারা দাবি করছেতারা শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে সমর্থন দিচ্ছে কিন্তু ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের কোনো অংশ নয়। তবে রাশিয়া বলছে, এরইমধ্যে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।