দেশের উপকার না হলে যুদ্ধ বিরতির কোনো প্রয়োজন নেই: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i111344-দেশের_উপকার_না_হলে_যুদ্ধ_বিরতির_কোনো_প্রয়োজন_নেই_ইয়েমেন
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাবতুর বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়ার যুদ্ধবিরতি চুক্তি দেশের সাধারণ মানুষের জীবনে কোনো ধরনের স্বস্তি আনতে ব্যর্থ হওয়ায় সানা এই চুক্তির মেয়াদ আর বাড়াতে নাও পারে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ০১, ২০২২ ১২:৫৫ Asia/Dhaka
  • ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাবতুর
    ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাবতুর

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাবতুর বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়ার যুদ্ধবিরতি চুক্তি দেশের সাধারণ মানুষের জীবনে কোনো ধরনের স্বস্তি আনতে ব্যর্থ হওয়ায় সানা এই চুক্তির মেয়াদ আর বাড়াতে নাও পারে।

তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আগে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এবং সানাভিত্তিক সালভেশন সরকারের উচিত- গত কয়েক মাসে যুদ্ধবিরতি পালনের কারণে ইয়েমেন বাস্তবে কী অর্জন করেছে তা খতিয়ে দেখা।

তিনি বলেন, ইয়েমেনের বারো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এ পর্যন্ত সামান্যই বেতন পেয়েছে এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। এই দুটি বিষয়ের সমাধান অবশ্যই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পথ খুলে দেবে।

গত এপ্রিল মাসের প্রথম দিকে জাতিসংঘের মধ্যস্থতায় জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সালভেশন সরকার এবং সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যে দুই মাসের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর তা আরো দুই মাসের জন্য বাড়ানো হয়। কিন্তু যুদ্ধবিরতির কারণে ইয়েমেনের যেসব সুবিধা পাওয়ার কথা ছিল তার কোনো কিছুই অর্জিত হয়নি।

ইয়েমেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এখন বলছেন, ইয়েমেনের জনগণের জীবনমানের উন্নতি এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে যদি নিশ্চয়তা না পাওয়া যায় তাহলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। গত ২ জুন আরও দুই মাসের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয় দুই পক্ষ।#

পার্সটুডে/এসআইবি/১