কারবালায় ইমাম হুসাইন (আ.)'র শোকানুষ্ঠানে ভক্তদের ভিড়
https://parstoday.ir/bn/news/west_asia-i111718-কারবালায়_ইমাম_হুসাইন_(আ.)'র_শোকানুষ্ঠানে_ভক্তদের_ভিড়
কারবালায় হজরত ইমাম হুসাইন (আ.)'র পবিত্র মাজারে আহলে বাইত (আ.)'র লাখ লাখ ভক্তদের উপস্থিতিতে পবিত্র আশুরার শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১০, ২০২২ ১৮:০২ Asia/Dhaka

কারবালায় হজরত ইমাম হুসাইন (আ.)'র পবিত্র মাজারে আহলে বাইত (আ.)'র লাখ লাখ ভক্তদের উপস্থিতিতে পবিত্র আশুরার শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আশুরার কারবালায় সপরিবারে শহীদ হন বিশ্ব নবীর প্রাণ প্রিয় নাতি ইমাম হোসাইন(আ.)। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে  সারা বিশ্বে পবিত্র আশুরা পালন করা হয়। ৬১ হিজরির ১০ মহরম তথা আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সেনাদের হাতে শহীদ হন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গীরা। #

পার্সটুডে/আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।