আফগানিস্তানের সামানগানের মাদ্রাসায় সন্ত্রাসী হামলার দায় স্বীকার করলো 'আজাদেগান'
https://parstoday.ir/bn/news/west_asia-i116636-আফগানিস্তানের_সামানগানের_মাদ্রাসায়_সন্ত্রাসী_হামলার_দায়_স্বীকার_করলো_'আজাদেগান'
উত্তর আফগানিস্তানের সামানগান প্রদেশের একটি মাদ্রাসায় গতকাল (বুধবার) যে সন্ত্রাসী হামলা হয়েছে ওই হামলার দায় স্বীকার করেছে ' আজাদেগান ফ্রন্ট' নামের একটি সংগঠন। গতকালের ওই হামলায়  অন্তত ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০১, ২০২২ ১৭:১৮ Asia/Dhaka
  • মাদ্রাসায় সন্ত্রাসী হামলা
    মাদ্রাসায় সন্ত্রাসী হামলা

উত্তর আফগানিস্তানের সামানগান প্রদেশের একটি মাদ্রাসায় গতকাল (বুধবার) যে সন্ত্রাসী হামলা হয়েছে ওই হামলার দায় স্বীকার করেছে ' আজাদেগান ফ্রন্ট' নামের একটি সংগঠন। গতকালের ওই হামলায়  অন্তত ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সন্ত্রাসী ওই হামলার দায় স্বীকার করে তথাকথিত আজাদেগান ফ্রন্ট আজ (বৃহস্পতিবার) দাবি করেছে, তাদের হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য হতাহত হয়েছে।

বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় প্রায় আট মাস আগে  এই ‘জাতীয় আজাদেগান ফ্রন্ট’ গঠিত হয়েছে। এই ফ্রন্ট গঠনের পেছনে রয়েছে বহু বছর আগে আফগানিস্তান ত্যাগ করে ইউরোপ-আমেরিকায় চলে যাওয়া আফগানরা।

আফগানিস্তানের একটি মাদ্রাসায় গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। তালেবান সরকারের রাজনৈতিক সচিব মৌলভি আবদুল কবির গতকালের ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে একটি বার্তা দিয়েছে। ওই বার্তায় আজাদেগানের সন্ত্রাসী হামলাকে মানবীয় মূল্যবোধ পরিপন্থি অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। তিনি সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন ওই বার্তায়।

সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজায়িও মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন; এই ঘটনা ইসলামসহ মানবিক সকল মূল্যবোধ বিরোধী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আফগানিস্তানের ইবাক শহরের আল-জিহাদ মাদ্রাসায় সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটি বলেছে এই সন্ত্রাসী হামলার ঘটনা বিশ্বকে জানিয়ে দিলো আফগানিস্তানের জনগণের দুর্ভোগ এখনও শেষ হয় নি।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ ওইসব হামলার দায় স্বীকার করেছে। রাজধানী কাবুলসহ বহু শহরে সংঘটিত এইসব সন্ত্রাসী হামলা প্রমাণ করছে তালেবান সরকার দেশে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার যে দাবি করছে, তা যথার্থ নয়।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।