সর্বোচ্চ নেতা ও সরকারের প্রশংসা করলেন সিরিয়ার প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i119826-সর্বোচ্চ_নেতা_ও_সরকারের_প্রশংসা_করলেন_সিরিয়ার_প্রধানমন্ত্রী
যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক ক্ষতির পর ইসলামী প্রজাতন্ত্র ইরান বিপুল পরিমাণ সহায়তা দেয়ায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং দেশটির সরকারের ব্যাপক প্রশংসা করেছেন সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেইন আরনুস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ২১:০৮ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা ও সরকারের প্রশংসা করলেন সিরিয়ার প্রধানমন্ত্রী

যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক ক্ষতির পর ইসলামী প্রজাতন্ত্র ইরান বিপুল পরিমাণ সহায়তা দেয়ায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং দেশটির সরকারের ব্যাপক প্রশংসা করেছেন সিরিয়ার প্রধানমন্ত্রী হোসেইন আরনুস।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীরহোসেন কলিবান্দের সঙ্গে রাজধানী দামেস্কে বৈঠকের সময় এই প্রশংসা করেন সিরিয়ার প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি প্রমাণ করেছে যে, তারা যেকোনো দুর্ঘটনা এবং মারাত্মক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, "আমরা খুশি যে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সাম্প্রতিক সময়ে বিশ্বে একটি ভালো অবস্থান তৈরি করেছে এবং আমরা আশা করি তারা তাদের এই অভিজ্ঞতাকে দারুণভাবে কাজে লাগাতে সক্ষম হবে। আপনারা প্রমাণ করেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি যেকোন পরিস্থিতিতে মানুষের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে।"

সিরিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, “এটি একটি কঠিন পরিস্থিতি এবং আমরা খুশি যে, এই পরিস্থিতিতে ইরান আমাদের পাশে রয়েছে। আমরা ইরানের নেতৃত্ব, সরকার এবং জনগণকে এই সাহায্য সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই; সাহায্যের জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টি বুঝবে এবং সিরিয়ার পাশে দাঁড়াবে।ইরান ও সিরিয়ার মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বিপক্ষীয় সহযোগিতাকে তিনি স্বাগত জানান।
বৈঠকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীরহোসেন কলিবান্দ বলেন, তার দেশের রেড ক্রিসেন্ট সোসাইটি সিরিয়ার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত রয়েছে। এতে দুই দেশই উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।
এরইমধ্যে ইরান সিরিয়াকে নবম ব্যাচের ত্রাণ সহায়তা পাঠিয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত আলোপ্পো শহরে গতকাল এই ত্রাণ নিয়ে অবতরণ করে ইরানের একটি পরিবহন বিমান।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।