এক সপ্তাহে দ্বিতীয় ইসরাইলি মন্ত্রীর সৌদি আরব সফর
https://parstoday.ir/bn/news/west_asia-i128868-এক_সপ্তাহে_দ্বিতীয়_ইসরাইলি_মন্ত্রীর_সৌদি_আরব_সফর
ইহুদিবাদী ইসরাইলের টেলকম-মন্ত্রী শ্লোমো কারহি চলতি সপ্তাহে সৌদি আরব সফর করেছেন। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক সরকার যে চেষ্টা চালাচ্ছে তারই অংশ হিসেবে ইসরাইলি মন্ত্রী রিয়াদ সফর করলেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরাইলি মন্ত্রী সৌদি আরব সফর করলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৩, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka
  • এক সপ্তাহে দ্বিতীয় ইসরাইলি মন্ত্রীর সৌদি আরব সফর

ইহুদিবাদী ইসরাইলের টেলকম-মন্ত্রী শ্লোমো কারহি চলতি সপ্তাহে সৌদি আরব সফর করেছেন। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক সরকার যে চেষ্টা চালাচ্ছে তারই অংশ হিসেবে ইসরাইলি মন্ত্রী রিয়াদ সফর করলেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ইসরাইলি মন্ত্রী সৌদি আরব সফর করলেন।

আরব গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা গেছে, ইসরাইলি টেলিকম-মন্ত্রী গত ১ অক্টোবর রিয়াদে প্রবেশ করেন। তিনি রিয়াদে অনুষ্ঠেয় ইউনিভারস্যাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউর একটি সম্মেলনে অংশ নেবেন। জাতিসংঘের ওই ইউনিয়নের সম্মেলন ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

এর আগে সৌদি আরবে বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে অংশ নেয়ার অজুহাতে সম্প্রতি ইসরাইলি পর্যটন মন্ত্রী রিয়াদ সফর করেন। তারও তিন সপ্তাহ আগে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৫তম অধিবেশনে অংশ নিতে আরেকটি ইসরাইলি প্রতিনিধিদল সৌদি আরব সফর করে।

ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা গোপনে সৌদি আরব সফর করে থাকেন বলে বহুকাল ধরে অভিযোগ রয়েছে। তবে এবার সেসব সফর সম্পর্কে রাখঢাক না রেখে বিষয়টিকে প্রকাশ্যে উন্মোচন করে দিল রিয়াদ।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩