'আল-আকসার তুফান' অভিযান
ফিলিস্তিনিদের হামলায় ৪০ ইসরাইলি নিহত, আটক ৫০
দখলদার ইসরাইলের সূত্রগুলো ফিলিস্তিনিদের হামলায় এ পর্যন্ত অন্তত ২২ জন ইসরাইলি নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে। ইসরাইলের এনটুয়েলভ নিউজের বরাতে রয়টার্সের খবর বলা হয়েছে, হামলায় কমপক্ষে ২২ ইসরাইলি প্রাণ হারিয়েছে।
তবে লেবানননের আল-মানার টিভি চ্যানেল বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, ফিলিস্তিনিদের হামলায় অন্তত ৪০ জন ইসরাইলি নিহত ও কমপক্ষে ৭৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া, ফিলিস্তিনিরা অন্তত ৫০ জন ইসরাইলিকে আটক করেছে। এর মধ্যে বেশ কয়েকজন ইসরাইলি সেনাও রয়েছে।
এছাড়া অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের সাতটি ইহুদি উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে।
হত্যা-নির্যাতন ও দখলদারির বিরুদ্ধে আজ ঐতিহাসিক সামরিক অভিযান চালিয়েছে হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। প্রথম ২০ মিনিটের অভিযানে তারা ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে। এর ফলে ইসরাইলজুড়ে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদীদের অনেকেই ডাস্টবিনে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/ ৭