মার্কিন রিপাবলিকান সিনেটরের বক্তব্যের জবাব দিলেন কানয়ানি
ইরানের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করলে উপযুক্ত জবাব পাবে শত্রুরা
-
কানয়ানি
ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের নির্বোধ আচরণ করলে শত্রুকে উপযুক্ত জবাব দিতে তেহরান কুণ্ঠিত হবে না। এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
তিনি গতকাল (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের এক মন্তব্যের জবাব দিতে গিয়ে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গ্রাহাম রোববার নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ইসরাইল বিরোধী সাম্প্রতিক ভয়াবহ হামলার জন্য ইরানকে দায়ী করেন। তিনি বলেন, ইসরাইলকে লক্ষ্য করে যেকোনো হামলার জন্য ‘ইরানকে চড়া মূল্য দিতে হবে।’
হামাস ও ইসলামি জিহাদের পর লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যে তৎপর ইরান সমর্থিত অন্যান্য সংগঠন ইসরাইলে হামলা চালাতে পারে বলে লিন্ডসে গ্রাহাম আশঙ্কা করেন।
তিনি বলেন, “হিজবুল্লাহ বা অন্যান্য ইরান-সমর্থিত গোষ্ঠীর হামলা ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিপর্যয়কর হতে পারে। যদি সেরকম কিছু ঘটে তাহলে ইসরাইল ও আমেরিকার উচিত হবে ইরানের তেল শোধনাগার ও তেল অবকাঠামোর উপর হামলা চালানো; কারণ এই তেল ইরানের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে।”
মার্কিন সিনেটরের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কানয়ানি আরো বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ইসরাইলের অবমাননাকর পরাজয়ের পরিপ্রেক্ষিতে এ ধরনের বাগাড়ম্বর করা হয়েছে। তিনি বলেন, ইহুদিবাদী সরকারের মানবতা বিরোধী অপরাধযজ্ঞের প্রতি ওয়াশিংটনসহ অন্যান্য পশ্চিমা মিত্রদের অকুণ্ঠ সমর্থনকে বৈধতা দিতে ইরান-বিরোধী এসব বক্তব্য দেয়া হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গত ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা ও অপরাধযজ্ঞ চালিয়েছে ইরানকে অভিযুক্ত করে তার দায় থেকে পার পাওয়া যাবে না।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।