ইহুদিবাদী বসতিতে প্রতিরোধ যোদ্ধাদের পুনরায় প্রবেশ: সংঘর্ষ চলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i129364-ইহুদিবাদী_বসতিতে_প্রতিরোধ_যোদ্ধাদের_পুনরায়_প্রবেশ_সংঘর্ষ_চলছে
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আবারও গাজা উপত্যকার আশেপাশের ইহুদিবাদী এলাকায় প্রবেশ করেছে। ইহুদিবাদী সেনাবাহিনীর কঠোর প্রহরা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা ওইসব নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশে করতে সক্ষম হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৪, ২০২৩ ১৮:৫১ Asia/Dhaka
  • ইহুদিবাদী বসতিতে প্রতিরোধ যোদ্ধাদের পুনরায় প্রবেশ: সংঘর্ষ চলছে

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আবারও গাজা উপত্যকার আশেপাশের ইহুদিবাদী এলাকায় প্রবেশ করেছে। ইহুদিবাদী সেনাবাহিনীর কঠোর প্রহরা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা ওইসব নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশে করতে সক্ষম হয়েছে।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম আজ (শনিবার) দুপুরে ইহুদিবাদী বসতিতে পুনরায় প্রবেশ করেছে।

হামাসের সামরিক শাখা এর সত্যতা অনুমোদন করে ঘোষণা করেছে: চলমান আল-আকসা তুফান অভিযান এবং শত্রুদের দখলকৃত এলাকায় তাদের একদল মুজাহিদ আজও প্রবেশ করেছে। খান-ইউনূসের পূর্বদিকের দেয়াল ডিঙিয়ে তারা প্রবেশ করে তারা শত্রু বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ওই হামলায় শত্রুদের অন্তত ৩টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। শত্রুদের সঙ্গে কাসসাম ব্রিগেডের সংঘর্ষ শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

আজ সকালেও প্রতিরোধ বাহিনী গাজার নিকটবর্তী ইহুদিবাদী শত্রুদের অবস্থানে মর্টার হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত ৪ ইহুদিবাদী সেনা আহত হয়েছে।

আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলিদের অপরাধযজ্ঞের জবাবে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার সকালে ‘আল-আকসা তুফান’ নামে অভিযান শুরু করে। ওই অভিযানে এ পর্যন্ত দেড় হাজারের বেশি ইহুদিবাদী নিহত হয়েছে। অভিযানের জবাবে ইসরাইল যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে এবং গাজা উপত্যকায় পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়ে নির্বিচার হামলা চালায়। তাদের পাশবিক হামলায় গাজার নারী-শিশু-বৃদ্ধসহ অন্তত ২২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছে।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।