নেতানিয়াহুর হাতেই ইসরাইলের ইতিহাসের কবর রচিত হবে: লেবাননের হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i130048-নেতানিয়াহুর_হাতেই_ইসরাইলের_ইতিহাসের_কবর_রচিত_হবে_লেবাননের_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সভাপতি হাশেম সাফিউদ্দিন বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর হাতেই দখলদার ইসরাইলের ইতিহাসের কবর রচিত হবে। যতদিন প্রয়োজন ততদিন মাঠে থেকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য হিজবুল্লাহর সেনারা প্রস্তুত রয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ৩০, ২০২৩ ১৭:০৬ Asia/Dhaka
  • হাশেম সাফিউদ্দিন
    হাশেম সাফিউদ্দিন

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সভাপতি হাশেম সাফিউদ্দিন বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর হাতেই দখলদার ইসরাইলের ইতিহাসের কবর রচিত হবে। যতদিন প্রয়োজন ততদিন মাঠে থেকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য হিজবুল্লাহর সেনারা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেছেন, 'আমরা যদি একটা তুলনা করি তাহলো দেখব গাজায় নারী, পুরুষ, শিশু ও প্রতিরোধ যোদ্ধারা এবার অনেক বেশি দৃঢ়, শক্তিশালী ও সামঞ্জস্যপূর্ণ। তারা জানেন তারা কী চান এবং তারা কী জন্য জীবন দিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে ইচ্ছুক। কিন্তু অন্যদিকে যখন ইহুদিবাদী ইসরাইলের দিকে তাকালে দেখতে পাই তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক কমান্ডারেরা কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় রয়েছে। তারা জানে না এখন কী করতে হবে। তাদের অনেক সামরিক সুযোগ-সুবিধা রয়েছে কিন্তু কেবল প্রযুক্তি দিয়ে শক্তিমানদের সঙ্গে লড়াইয়ে বিজয়ী হওয়া যায় না। যেটা আমরা গাজা যুদ্ধে দেখতে পাচ্ছি।'

হিজবুল্লাহর এই নেতা বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরাইলি সমাজকে নানা ভাগে বিভক্ত করে ফেলেছে। জনগণকে রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য নানা ভাগে বিভাজন করে ফেলেছে। এর মধ্যদিয়ে ইসরাইলি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। নেতানিয়াহুর হাত ধরে এখন সেনাবাহিনীকে ধ্বংস করার কাজ চলছে। ইসরাইলের সেনাবাহিনী ধ্বংস হওয়া মানেই ইসরাইল ধ্বংস হয়ে যাওয়া।#  

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।