গাজায় ইসরাইলের ৮ সাজোয়া যানে হামলা; অন্তত ৩টি ধ্বংস
(last modified Sun, 03 Dec 2023 12:54:52 GMT )
ডিসেম্বর ০৩, ২০২৩ ১৮:৫৪ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলের ৮ সাজোয়া যানে হামলা; অন্তত ৩টি ধ্বংস

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের আটটি সাজোয়া যানে নিখুঁত হামলা চালিয়েছে হামাসের ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড। এতে অন্তত ৩টি সাজোয়া যান ধ্বংস হয়েছে।

ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড বলেছে, গাজার পূর্ব দিয়ার আল বালাহ এলাকায় বোমা ও রকেটের সাহায্যে ইসরাইলের পাঁচটি সাজোয়া যানে হামলা চালানো হয়েছে। এর ফলে তিনটি সাজোয়া যান পুরোপুরি ধ্বংস হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, উত্তর-পশ্চিম গাজার বেইত হানুন ও আত্তাউম এলাকায় ইসরাইলে তিনটি সামরিক গাড়ি ও একটি বুলডোজার লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে।

এদিকে, ফিলিস্তিনের ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন বা ডিএলএলপি আজ ইসরাইলের সুফা সামরিক ঘাঁটিতে রকেট হামলা করেছে।

এছাড়া ইসরাইলের অন্তত ছয়টি অবৈধ ইহুদি উপশহরে বহু রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হেনেছে হামাসের আল কাস্সাম ও ইসলামি জিহাদের আল কুদস ব্রিগেড। এসব উপশহরে একটু পরপরই সাইরেন বাজানো হচ্ছে।#  

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।